পাতা:তীর্থরেণু.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
নৃত্য-নিমন্ত্রণ

(মুণ্ডারি)

আয় গো ক’নে সবাই মোরা নাচ্‌তে যাই,
পাথর তো নই থাক্‌ব পড়ে এক্‌টি ঠাঁই!
আয় গো ক’নে নিমন্ত্রণে যাই সবাই,
গাছের মত শিকড় গেড়ে থাক্‌তে নাই;
জীবন গেলে ক’র্ব্বে দেহ পুড়িয়ে ছাই,
বাঁচার মত বাঁচতে চাই,—নাচ্‌তে যাই।


স্ত্রী ও পুরুষ

(মাদাগাস্কার)

স্ত্রী। নিত্যই তুমি বল, ‘ভালবাসি’
আজিকে সুধাই তাই,—
কিসের মতন ভালবাস মোরে?—
আমি তা’ শুনিতে চাই।
পুরুষ। অন্নের মত ভালবাসি তোমা’,—
অন্নগত এ প্রাণ,—
যা’ নহিলে চোখ দেখিতে না পায়,
শুনিতে না পায় কান।

১১৮