পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি বলিলাম,- “এরূপ পাত্রের সহিত কন্যার বিবাহ দেওয়া কি উচিত হয়?” রসময়বাবু বলিলেন,- “কি করি! সেদিন হিসাব করিয়া দেখিলাম যে, আমার কন্যার বয়ঃক্রম ষোল বৎসর হইয়া থাকিবে। দেশে আমার এমন কোন অভিভাবক নাই যে, তাঁহাকে ভাল পাত্রের অনুসন্ধান করিতে বলি। চাকরী ছাড়িয়া আমি নিজেও যাইতে পারি না। তাহা ভিন্ন ভাল পাত্রের সহিত বিবাহ দিতে অনেক টাকার প্রয়ােজন। সে টাকা আমার নাই। দিগম্বরবাবু বৃদ্ধই হউন আর যাহাঁই হউন, কন্যার বিবাহ না দিয়া আর আমি রাখিতে পারি না।” রসময়বাবু উত্তর করিলেন, — “তা ঠিক বলিতে পারি না । ষাট হইয়াছে কি হয় নাই।” বলে?” রসময়বাবু উত্তর করিলেন,- “কেবল তা নয়। তাঁহার দন্তহীন মাড়ি কৃষ্ণবর্ণ ও কিছু উচ্চ। অল্প বয়স্ক যুবকের মত দেখাইবে বলিয়া সৰ্ব্বদা তিনি হাস্য-পরিহাস করিয়া থাকেন। সেইসময় মাড়ি দুইটি বাহির হইয়া পড়ে। সেইজন্য লোকে তাঁহাকে ফোকলা দিগম্বর বলে। কিন্তু তাহার অনেক টাকা আছে। কন্যা আমার সুখে থাকিবো।“ আমি আর কি বলিব! আমি চুপ করিয়া রহিলাম । দিগম্বরবাবু বৃদ্ধই হউন আর যুবাই হিউন, তাঁহার প্রাণে যে সখ আছে, পরদিন তাহা আমি জানিতে পারিলাম। কারণ, প্ৰাণে সখ না থাকিলে, কেহ আর হবু স্ত্রীর ফটোগ্রাফ দর্শন করিতে ইচ্ছা করে না। এ পৰ্যন্ত তিনি রসময়বাবুর কন্যাকে দেখেন নাই। কন্যা না দেখিয়াই সম্বন্ধ স্থির হইয়াছিল। মনে করিলেই এ স্থানে আসিয়া অনায়াসে কন্যা দেখিয়া যাইতে পারিতেন; কিন্তু তাহা তিনি করেন নাই। রসময়বাবু কন্যা আনিতে যখন দেশে গিয়াছিলেন, তখন কন্যার ফটােগ্ৰাফ লইবার নিমিত্ত তিনি অনুরোধ করিয়াছিলেন। কলিকাতায় সেই ফটােগ্রাফ গৃহীত হইয়াছিল। আজ ডাকে সেই ফটােগ্রাফ আসিয়া উপস্থিত হইল। পুলিন্দাটি খুলিয়া সেই ছবি সকলে দেখিতে লাগিলেন। তাহাতে রসময়বাবুর নিজের, তাহার নববিবাহিতা পত্নীর ও কন্যার ছবি ছিল। এ স্থানে রসময়বাবুর সংসারে অভিভাবকস্বরূপ একজন বয়স্কা বিধবা স্ত্রীলোক ছিলেন। তিনি কে, তখন তাহা আমি জানিতে পারি নাই। তাহার ফটােগ্রাফ ছিল না।, একএকজনের ছয় ছয়খানি করিয়া ছবি ছিল। একখানি ছবি আমার হাতে দিয়া রসময়বাবু বলিলেন, — “ইহা আমার কন্যার ছবি। কেমন, আমার কন্যা সুন্দরী নয়?” ছবিখানি হাতে লইয়া আমি চমকিত হইলাম । যাহার ছবি, তাহাকে যেন কোথায় দেখিয়াছি, এইরূপ আমার মনে হইল। কিন্তু কবে কোথায় দেখিয়াছি, তাহা আমি স্মরণ করিতে পারিলাম না। চিন্তা করিয়া স্মরণ করিতে চেষ্টা করিতেছি, এমন সময় রসময়বাবু পুনরায় বলিলেন,- “চুপ করিয়া রহিলেন যে? কন্যা আমার সুন্দরী নহে?” SvSbo দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%"o