পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি তিনি ফণ্ডে প্ৰদান করেন, তাহা হইলে জীবনের অবশিষ্ট কয়টা দিন কি খাইয়া তিনি জীবিত থাকিবেন? অপরদিকে, ফণ্ডে সেই পঞ্চাশ টাকা না দিলে, দুই দিন পরে তাহার অনাথা স্ত্রী ও কন্যা একেবারে পথে দাঁড়াইবে। “হে জগদীশ্বর! এই পাঁচ দিনের ভিতর আমার মৃত্যু হয়, তবেই রক্ষা! তাহা না হইলে, হে ঈশ্বর! আমার অবৰ্ত্তমানে এ অনাথাদিগের কি দশা এইরূপ ভাবিয়া-চিন্তিয়া গিরিশ নিতান্ত আকুল হইয়া পড়িলেন। নবম অধ্যায় এ কে? গিরিশের যিনি চিকিৎসা করিতেছিলেন, তিনি তাহার পরম বন্ধু । দুই জনে একসঙ্গে পড়িয়াছিলেন। গিরিশ তাঁহাকে ডাকিয়া বলিলেন, — “ভাই। আমার শ্বাস-প্ৰশ্বাস-যন্ত্রটি তুমি ভালরূপে পরীক্ষা করিয়া দেখ। আমার নিকট কোন কথা গোপন করিবে না। ঠিক করিয়া বল দেখি, আর কতদিন আমার বঁচিবার সম্ভাবনা আছে?” গিরিশের বন্ধু তাঁহার বক্ষঃস্থল অতি সাবধানে (প্রীক্ষা করিয়া বলিলেন, — “ভাই! যখন তুমি আমাকে ঠিক সত্যকথা বলিতে অনুরোধ করর্তৈছ, তখন আমাকে তাহা বলিতে হইবে। আমার উপর অসন্তুষ্ট হইও না। এ যাত্রা তই রক্ষা পাইবে না। তবে তিন মাসের ভিতর তোমার মৃত্যু হইবে না, ছয় ধক তুমি কিছুতেই বাঁচিবে না। চারি-পাঁচ মাস পরেই নিশ্চয় তোমাকে এ সংসার বিদায় গ্ৰহণ করিতে হইবে। তোমার বক্ষঃস্থলের বৰ্ত্তমান অবস্থা দেখিয়া আমার এইরূপ অনুমান হইতেছে। কিন্তু একেলা আমার কথায় তোমার বিশ্বাস করা উচিত নয়। আমি আরও দুই জন ভাল ডাক্তার আনিয়া দেখাইব। তাহারা কি বলেন, শুনিতে হইবে।” গিরিশের বন্ধু, আরও দুই জন ভাল ডাক্তার আনিয়া দেখাইলেন। সকলেই একমত হইয়া বলিলেন যে, ছয় মাসের অধিক গিরিশ কিছুতেই জীবিত থাকিবেন না। গিরিশ বলিলেন, — “আমি ডাক্তার। আমার শরীরের ভিতর যাহা হইতেছে, তাহা আমি উত্তমরূপ জানি। এ রোগে বাঁচিবার আশা বড়ই প্রবল হয়। কিন্তু আমি শিশু নই। শীঘ্রই যে আমাকে যাইতে হইবে, তাহা আমি নিশ্চয় বুঝিতেছি। এক্ষণে আপনাদিগকে জিজ্ঞাসা করি,- পাঁচ দিনের ভিতর মৃত্যু হইবার কোন সম্ভাবনা আছে কি?” সকলেই একবাক্যে বলিলেন,- “কিছুতেই নয়। পাচ দিন কেন, তিন মাসের ভিতর কোন বিপদ ঘটিবার সম্ভাবনা নাই।” ኳ অন্য ডাক্তার দুই জন চলিয়া যাইলে, গিরিশ আপনার বন্ধুকে জিজ্ঞাসা করিলেন,- “ভাই! তুমি আজ আমার নিমিত্ত যে ঔষধের ব্যবস্থা করিয়াছ, তাহাতে কি কি আছে?” যে ঔষধ যে পরিমাণে দিয়াছিলেন, গিরিশের বন্ধু তাহার নাম করিলেন। গিরিশ বলিলেন, — “বারো দাগ ঔষধ দিয়াছ। আচ্ছা, কেহ যদি ভুলিয়া একেবারে বারো মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro (ሟbrእs