পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীসদাশিব নিজে বলিয়াছেন— সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যং সত্যং ময়োচ্যতে। বিনা হ্যাগমমার্গেণা কলীে নান্তি গতিঃ প্রিয়ে৷ হে প্ৰিয়ে! আমি সত্য সত্য পুনঃ সত্য বলিতেছি যে, কলিকালে আগমোক্ত পথ ব্যতিরেকে গতি নাই। শিবের বাক্য শুনিলে শরীর রোমাঞ্চিত হয়। সুবালা জিজ্ঞাসা করিলেন,- “এ ধৰ্ম্মের বিশেষ উপদেশ কি?” বিনয় উত্তর করিলেন, — “পরব্রহ্মে ভক্তি ও পরোপকার তো বটেই, কিন্তু তাহা ব্যতীত ইহার ভিত্তি সত্যের উপর সংস্থাপিত। সত্য হইতে কেহ যেন কখন বিচলিত না হয়, সে সম্বন্ধে মহাদেব বার বার সকলকে সাবধান করিয়াছেন। একস্থানে তিনি বলিয়াছেন— প্রকটেহত্র কলীে দেবী সৰ্ব্বে ধৰ্ম্মশ্চ দুৰ্ব্বলঃ। স্থাসৰ্বত্যেকং সত্যমাত্ৰং তস্মাৎ সত্যময়ো ভবেৎ৷ সত্যধৰ্ম্মং সমাশ্রিত্য যৎ কৰ্ম্ম কুরুতে নরঃ। তদেব সফলং কৰ্ম্ম সত্যং জানীহি সুব্ৰতে৷ ন হি সত্যং পরো ধৰ্ম্মে ন পাপমন্বিত্যাৎ পরম। ९नश्॥ि হে দেবী ! কলি প্ৰবল হইলে সকল দুৰ্ব্বল হইবে। কেবল একমাত্র সত্যই থাকিবে; অতএব সত্যময় হওয়া সকলেরই সত্যধৰ্ম্ম আশ্রয় করিয়া মানুষ যে কাজ করিবে, হে সুব্ৰত্যে! নিশ্চয় জানিও, সে কাজ হইবে । সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধৰ্ম্ম নাই, মিথ্যা অপেক্ষা জঘন্য পাপ নাই। সেজন্য সকল অবস্থাতেই একমাত্র সত্যকে অবলম্বন করা মানুষের কৰ্ত্তব্য। সত্যহীন পূজা বৃথা, সত্যহীন জপ বৃথা। যেরূপ ঊষর ভূমিতে বীজ বপন করিলে বৃথা হয়,সেইরূপ সত্যহীন তপস্যাও বৃথা হয়। সত্যরূপই পরম ব্ৰহ্ম, সত্যই পরম তপস্যা। সকল ক্রিয়ার মূল সত্য; সত্য অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নাই।” সুবালা জিজ্ঞাসা করিলেন,- “জাপানীরা নানা দেশে গিয়া বিদ্যা ও জ্ঞান উপাৰ্জ্জন করিয়া স্বজাতির উন্নতিসাধন করিয়াছে। বীরধৰ্ম্মে সে সম্বন্ধে কোনরূপ উপদেশ আছে?” বিনয় উত্তর করিলেন,- “সদাশিব আদেশ করিয়াছেন— “বিত্তার্থ মানবো দেশানখিলান গন্তুমৰ্হতি । নিষিদ্ধকৌলিকাচাৱং দেশাং শাস্ত্ৰমপি ত্যজেৎ৷ পচ্ছংস্তু স্বেচ্ছয়া দেশে নিষিদ্ধকুলবর্তুনি। কুলধৰ্ম্মাৎ পতে্যুদৃভূয়ঃ শুধ্যেৎ পূর্ণাভিষেকতঃ৷” “বিত্তীর্থ মানবগণ সকল দেশেই গমন করিতে পরিবে। কিন্তু যে দেশে বা শাস্ত্ৰে বীরধৰ্ম্ম নিষিদ্ধ, সেই দেশ ও সেই শাস্ত্ৰ পরিত্যাগ করবে। যে দেশে বীরমার্গ নিষিদ্ধ, সে দেশে কেহ স্বেচ্ছাক্রমে গমন করিলে বীরধৰ্ম্ম হইতে পতিত হইবে, কিন্তু পুনরায় পূর্ণাভিষেক দ্বারা শুদ্ধ হইতে পরিবে।” ՂՀՀ দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comাির্ডাকনাথ রচনা সংগ্ৰহ