পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুবালা জিজ্ঞাসা করিলেন,- “কন্যার বিবাহ সম্বন্ধে শিবের আজ্ঞা কিরূপ?” বিনয় উত্তর করিলেন,- “র্তাহার আজ্ঞা এই যে, মাতা-পিতা পুত্রের ন্যায় তাহাকেও শিক্ষা প্ৰদান করিবেন। যতদিন না পতিমৰ্যাদা ও ধৰ্ম্মশাসনে তাহার জ্ঞান জন্মে, ততদিন তাহার বিবাহ দিবেন না।” সুবালা বলিলেন,- “পুস্তকে ও সংবাদপত্রে আমি পাঠ করিয়াছি যে, জাপানীরা পিতৃগণকে পূজা করে। তাঁহাদের প্রাচীন শিন্টো ধৰ্ম্মে ইহার ব্যবস্থা আছে। সামুদ্রিক যুদ্ধে বিজয়ী হইয়া রণার্ণবপোতগতি টগো বলিয়াছিলেন যে,- “যুদ্ধের সময় পিতৃগণকে আমি সাগর মধ্যে যেন প্ৰত্যক্ষ দেখিতেছিলাম। তাহদের সহায়তাতেই আমি রণে বিজয়ী হইয়াছি।” শিবপ্রোক্ত বীরধৰ্ম্মে পিতৃগণ সম্বন্ধে কিরূপ ব্যবস্থা আছে?” বিনয় উত্তর করিলেন,— “পিতৃগণের তৃপ্তার্থে আমরাও শ্রাদ্ধ-তৰ্পণাদি করিয়া থাকি। পিতৃলোক হইতে পিতৃগণের রশ্মি সৰ্ব্বদাই আমাদের উপর পতিত হইতেছে। তাঁহাদের বংশধরগণ সৎকৰ্ম্ম করিলে তাঁহারা পরম পরিতোষ লাভ করেন। তাঁহাদের বংশসস্তৃত কেহ যদি বীরধৰ্ম্ম অবলম্বন করিয়া ব্ৰহ্মমন্ত্রে দীক্ষিত হন, তাহা হইলে তাঁহাদের আনন্দের সীমা থাকে না। তাহার পিতৃগণ সন্তুষ্ট হইয়া দেবগণের সহিত আনন্দ অনুভব করিতে থাকেন এবং তাঁহারা পুলকিত হৃদয়ে এই গাথা গান করেন,- ‘অম্মৎকুলে কুলশ্রেষ্ঠা জাতো ব্ৰহ্মোপদেশিকঃ। কিমৰ্ম্মাকং গিয়াপিণ্ডৈঃ কিং তীর্থশ্ৰাদ্ধতৰ্পণৈঃ। কিং দানৈঃ কিংপৈহােঁমৈঃ আমাদের কুলে ব্ৰহ্ম-উপাসক উৎপন্ন নিমিত্ত গয়াতে পিণ্ডদান, তীর্থে শ্ৰাদ্ধ ও তত্বৰ্গী, দান, জপ, হােম, অথবা অন্য সাধনে আবশ্যক কি? আমাদের সৎপুত্রর সাধনে অ রূঞ্জীয় তৃপ্তি লাভ করলাম। জাপানীরা যেরূপ পিতৃগণের নিকট আপনাদের মঙ্গল প্রার্থনা করে, শিবােক্ত এই বীরধৰ্ম্মেও তাহার বিধি আছে। শ্ৰাদ্ধক্রিয়া সম্পন্ন করিয়া তাহাদিগের নিকট এইরূপে আশীৰ্ব্বাদ প্রার্থনা করিতে হয়— “আশিসো মে প্ৰদীয়ন্তাং পিতরঃ করুণাময়াঃ । বেদাঃ সন্ততয়ো নিত্যং বৰ্দ্ধন্তাং বান্ধবা মম৷ দাতায়ো মে বিবৰ্দ্ধন্তাং বহুন্যান্নানি সন্তু মে। যাচিতারঃ সদা সন্তু মা চ যাচামি কাঞ্চনা৷” হে করুণাময় পিতৃগণ! আমাকে আপনারা আশীৰ্ব্বাদ প্ৰদান করুন। আমার বিদ্যা, সন্তান ও বান্ধবগণ নিত্য বৃদ্ধিপ্রাপ্ত হউক। আমার অনেক অন্ন হউক। আমার নিকট সৰ্ব্বদা লোক যজ্ঞঞা করুক, কিন্তু আমাকে যেন কাহারও নিকট যাঞা করিতে না হয়।” সুবালা জিজ্ঞাসা করিলেন, — “ইহা যদি বীরের ধৰ্ম্ম, তবে ইহাতে সৎসাহস অবশ্য প্ৰশংসিত হইয়াছে?” বিনয় উত্তর করিলেন,- মহাদেব বলিয়াছেন— ‘ন বিভেতি রণাদৃ যো বৈ সংগ্রামেহপ্যপরাজমুখঃ। ধৰ্ম্মযুদ্ধে মৃতো বাপি তেন লোকত্ৰয়ং জিতামৃ৷

                • দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com ~ ԳՀՏ)