পাতা:দিল্লীশ্বরী.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী بابا উচ্চাকাঙ্ক্ষার সীমা ছিল না । এত দিন পরে সুযোগ উপস্থিঃ হইল –সহায় তাহার অলোকসামান্ত রূপ ; আর কুশগ্ৰ বুদ্ধি । প্রথমে তিনি রূপের মোহে জহাঙ্গীরকে অভিভূত কহিয়া তাঙ্গ, সম্পূর্ণ করায়ত্ত করিলেন। যখন তিনি দেখিলেন, সম্রাটু একেবাৰে মশগুল, তখন র্তাগর চীত হইতে ধীরে ধীরে রাজ্যম্ভার লক্টতে লাগিলেন । আমীর-উমার, মন্ত্রী-সভাসদ সকলেই এটা মস্ক্রিনীল বুদ্ধির নিকট পরাজয় স্বীকার করিলেন । মামুষের যাহা যাহা প্রার্থনীয়, নূরজহী সে সমস্তেরই অধিকারিণী হইলেন । কিন্তু অর্থের বিনিময়ে যাঙ্গ পাওয়া স্বীয় না, সেই ধনই পাইলেন না । তাহার বশ, মান সন্ত্রম, অতুল ক্ষমতা সকলই ইথ-হুইল মা শুধু একটি পুত্রসন্তান-রী:জ্যর ভাবী উত্তরাধিকারী। এত ক্ষমতা, এত প্রভুত্ব কত দিন থাকিবে ? জঙ্গঙ্গীরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই যে সব লোপ পাইবে । ভবিষ্যতের দিকে চাহিয়া নুরজহান্‌ দেখিলেন, তাহার থাকিবার মধ্যে ছে এক কষ্ট লড লি–পূৰ্ব্বস্বামী শের অফ কনের ঔরসজাত স্থা,--- জহাঙ্গীরের কনিষ্ঠ পুত্ৰ শস্থ রিয়ারের পরিণীত পত্নী। শহরিয়ার সম্রাটু-পুত্র হইলেও সম্রাটের উপযুক্ত গুণগ্রাম কিছুই তাঙ্গার ছিল না। কূটবুদ্ধি নুরজহানের দৃষ্টি জামাতার উপর নিপতিত হইল ; তাহাকে সিংহাসনে অধিষ্ঠিত করিতে পারিলেও ভবিয়াতে তাহার প্রতাপ অক্ষুণ্ণ থাকিতে পারে। কিন্তু তাহার এক প্রধান বিস্তু-শাহ জহান্‌ ! শাহ জহান্‌ সৰ্ব্বাংশে সম্রাট হুইবার উপযুক্ত, পিতার বিশেষ প্রিয়পাত্র, বীর