পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

flo/e দীনবন্ধু-গ্রন্থাবলী বাধ্য হইয়াছিলেন। গ্রন্থকর্তা নিজে কারাবদ্ধ কি কৰ্ম্মচু্যত হয়েন নাই বটে, কিন্তু তিনি ততোধিক বিপদগ্ৰস্ত হইয়াছিলেন । এক দিন রাত্রে নীল-দৰ্পণ লিখিতে লিখিতে দীনবন্ধু মেঘনা পার হইতেছিলেন। কুল হইতে প্রায় দুই ক্রোশ দূরে গেলে নৌকা হঠাৎ জলমগ্ন হইতে লাগিল। দাড়ী মাঝি সকলেই সস্তরণ আরম্ভ করিল ; দীনবন্ধু তাহাতে অক্ষম । দীনবন্ধু নীল-দর্পণ হস্তে করিয়া জলমজ্জনোমুখ নৌকায় নিস্তন্ধে বসিয়া রহিলেন । এমন সময়ে হঠাৎ একজন সস্তরণকারীর পদ মুক্তিকা স্পর্শ করিবায় সে সকলকে ডাকিয়া বলিল, “ভয় নাই, এখানে জল অল্প, নিকটে অবশ্য চর আছে।” বাস্তব নিকটে চর ছিল, তথায় নৌকা আনীত হইয়া চরলগ্ন হইলে দীনবন্ধু উঠিয়া নৌকার ছাদের উপর বসিয়া রহিলেন । তখনও সেই আৰ্দ্ৰ নীল-দৰ্পণ তাহার হস্তে রহিয়াছে। এই সময় মেঘনায় ভাটা বহিতেছিল, সত্বরেই জোয়ার আসিয়া এই চর ডুবিয়া যাইবে এবং সেই সঙ্গে এই জলপূৰ্ণ ভগ্ন তরি ভাসিয়া যাইবে, তখন জীবনরক্ষার উপায় কি হইবে, এই ভাবনা দাড়ী, মাঝি সকলেই ভাবিতেছিল, দীনবন্ধুও ভাবিতেছিলেন। তখন রাত্রি গভীর, আবার ঘোর অন্ধকার, চারি দিকে বেগবতীর বিষম শ্রোতধ্বনি, কচিৎ মধ্যে মধ্যে নিশাচর পক্ষীদিগের চীৎকার। জীবনরক্ষার কোন উপায় না দেখিয়া দীনবন্ধু একেবারে নিরাশ্বাস হইতেছিলেন, এমত সময়ে দূরে দাড়ের শব্দ শুনা গেল। সকলেই উচ্চৈঃস্বরে পুনঃ পুন: . ডাকিবায় দূরবর্তী নৌকারোহীরা উত্তর দিল, এবং সত্বরে আসিয়া দীনবন্ধু ও তৎসমভিব্যাহারীদিগের উদ্ধার করিল। দীনবন্ধুর জীবনী ও সাহিত্য-কীৰ্ত্তির পরিচয় বঙ্গীয় সাহিত্যপরিষৎ কর্তৃক প্রকাশিত “সাহিত্য-সাধক-চরিতমালা”য় স্ত্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-প্রণীত 'দীনবন্ধু মিত্র’ গ্রন্থে পাওয়া যাইবে । কিন্তু মানুষ দীনবন্ধু ও কবি দীনবন্ধুকে সঠিক বুঝিতে হইলে বঙ্কিমচন্দ্ৰ-লিখিত “রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী