পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ సె অপেক্ষাও প্রিয়তর । মা গে। সকলি মিলেছে কেবল একটি ঘটনার অমিল দেখিতেছি—আমি এখনও জীবিত আছি, রাম বনে গমন করিতেছেন, সীতার সহগমনের কোন উদ্যোগ দেখিতেছি না। আহা ! আহা ! পিতার অনাহারে মরণশ্রবণে সাতিশয় কাতর ছিলেন, পিতার পারণের জন্যেই প্রাণনাথ কাচা গলায় থাকিতে থাকিতেই স্বৰ্গধামে গমন করিতেছেন ( একদৃষ্টিতে মুখাবলোকন করিয়া ) মরি, মরি, নাথের ওষ্ঠাধর একেবারে শুষ্ক হইয়া গিয়াছে—-ওগো তোমরা আমার বিপিনকে একবার পাঠশাল হতে ডেকে এনে দাও, আমি একবার ( সাশ্রুনয়নে) বিপিনের হাত দিয়া স্বামীর শুষ্ক মুখে একটু গঙ্গাজল দি । মুখের উপর মুখ দিয়া অবস্থিতি সকলে । আহা ! হা ! খুড়ী । ( গাত্র ধরিয়ু তুলিয়া ) মা, এখন এমন কথা মুখে এনে না, ( ক্ৰন্দন ) মা, যদি বড়দিদির চেতন থাকতে। তবে এ কথা শুনে বুক ফেটে মরতেন । সৈরি । মা স্বামী অামার ইহলোকে বড় ক্লেশ পেয়েছেন, তিনি পরলোকে পরম সুখী হন এই আমার বাসনা । প্রাণনাথ ! দাসী তোমার যাবজ্জীবন জগদীশ্বরকে ডাকবে, প্রাণনাথ । তুমি পরম ধাৰ্ম্মিক, পরোপকারী, দীনপালক, তোমাকে অনাথবন্ধু বিশ্বেশ্বর অবশ্যই স্থান দিবেন। আহা ! হা! জীবনকান্ত ! দাসীকে সঙ্গে লইয়া যাও তোমার দেবারাধনার পুষ্প তুলিয়া দেবে { আহা, আহা, মরি মরি এ কি সৰ্ব্বনাশ ! সীতা ছেড়ে রাম বুঝি যায় বনবাস ॥ কি করিব কোথা যাব কিসে বঁাচে প্রাণ । বিপদ-বান্ধব কর বিপদে বিধান ।