পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী وی • ۵ জল অধিক দিও না। এ বাটিটি তো অতি পরিপাটি দেখিতেছি । রেবর্তী। মাঠাকুরুণ গয়ায় গিয়েলেন, অনেক বাটি এনেলেন, মোর ক্ষেত্রকে এই বাটিডে দিয়েলেন। আহা ! সেই মাঠাকুরুণ মোর ক্ষেপে উটেচেন, গাল চেপড়ে মরেন বল্যে হাত ফুটে দড়ি দিয়ে বেদে এখেচে । কবি । সাধু খল অানয়ন কর আমি ঔষধ বাহির করি । ঔষধের ডিপা খুলন সাধু। কবিরাজ মহাশয়, আর ঔষধ বাহির করিতে হইবে ন, চক্ষের ভাব দেখুন দিকি ; রাইচরণ এদিকে আয়। রেবতী। ও মা মোর কপালে কি হলো ! ও মা, মুই হারাণের রূপ ভোলবো কেমন কর্যে, বাপে, বাপে,—ও ক্ষেত্র, ও ক্ষেত্র, ক্ষেত্রমণি, মা—আর কি কথা কব না, মা মোর, বাপে, বাপে, বাপে (ক্ৰন্দন )। কবি । চরম কাল উপস্থিত। সাধু। রাইচরণ ধর ধর । সাধুচরণ ও রাইচরণ দ্বারা শয্যাসহিত ক্ষেত্রকে বাহিরে লইয়া যাওন রেবতী । মুই সোনার নক্কি ভেস্য়ে দিতি পারবো ন ম রে, মুই কনে যাব রে—সাহেবের সঙ্গি থাকা যে মোর ছিল ভাল মা রে, মুই মুখ দেখে জুড়োতাম মা রে, হে, হে, হে । পাছ চাপড়াইতে২ ক্ষেত্রমণির পশ্চাৎ ধাবন কবি । মরি, মরি, মরি, জননীর কি পরিতাপ—সস্তান না হওয়াই ভাল । প্রস্থান