পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 দীনবন্ধু-গ্ৰস্থাবলী মাল। মহাশয়, আপনি আমায় যেরূপ বলচেন যদি আপনার জগদম্বাকে কেহ এরূপ বলে, তা হলে আপনি কি করেন ? জল। তা হলে আমি পঞ্চাননের পূজা দিই, আর মনে প্রবোধ দিতে পারি যে, আমার মত আরো নিঘিম্নে মানুষ আছে। মল্লি। যথার্থ কথা বলতে কি, জগদম্বা যেন মুচি মাগী, আপনি তারে স্পর্শ করেন কেমন করে ? জল । জলশুদ্ধির বচন আওড়াই, তবে সে জাবে যাই । মল্লিকে, “গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি । নৰ্ম্মদে সিন্ধুকাবেরি” পাঠ করিলে এদো পুকুরের পানাপচা জলও শুদ্ধ হয়, তেমনি আমার জগদম্বার স্পর্শ। মল্লি । তবে আর আমাদের বিরক্ত কচ্চেন কেন ? জল । বার মাস পানাজলে নেয়ে মরি, এক দিন লাল দিগিতে যেতে ইচ্ছা হয় । মাল। চল মল্লিকে, সন্ধ্যা হলো । ( যাইতে অগ্রসর ) জল । যার জন্তে বুক ফাটে, সে আমারে একে কাটে। মালতি, তুমি অধমকে বধ না করে যেতে পারবে না। ( পথরোধ করিয়া দণ্ডায়মান । ) মালতী, মালতী, মালতী, ফুল। মজালে, মজালে, মজালে, কুল ৷ মাল। মহাশয়, ঘাটের পথে এরূপ কচ্চেন, কেউ দেখতে পাবে । মল্লি । মালতী একেবারে বার অান রাজি হয়েচে, এখন কেবল স্থানাভাব । জল। মল্লিকে, তুমি আমার বিন্দে দূতী, যাতে মালতী যুবতী লাভ হয় তার উপায় কর ।