পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী 8ම් যদি বিশ্বাস না হয়, অমরকোষ আনয়ন কর, একটি একটি কথা মিলিয়ে লও। ( পেটে হাত বুলাইয়ে ) বাতাস দে রে । মাধ । মহাশয়, আপনি এদের পক্ষে ভয়ঙ্কর ভিন্দিপাল । রাজার প্রবেশ এবং সিংহাসনে উপবেশন বিদ্যা । জগদীশ্বর, মহারাজ রমণীমোহনকে চিরজীবী করুন, মহারাজ, পূর্ণ ব্রহ্মের করুণানুকূল্যে সনাতন ধৰ্ম্ম রক্ষা করুন, পিতার স্যায় প্রজা প্রতিপালন করুন, পাপাত্মাদিগের বিনাশ করুন । গুরু । পরমেশ্বর মহারাজের মঙ্গল করুন—মহারাজের বিবাহের দিন স্থির করা বিধেয়, পাত্রী স্থির হয়েচে, সকলেই বিদ্যাভূষণছহিত কামিনীকে সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়া রাজমহিষীর যোগ্য বিবেচনা করিতেছেন । বিনা ৷ ঘটক মহাশয়েরা যে যে পাত্রী দেখে এসেছেন, তাহা বর্ণনা করিলে ভাল হয় । রাজt | প্রয়োজনাভাব । গুরু। লক্ষ কথা ব্যতীত বিবাহ নিৰ্ব্বাহ হয় না, ঘটকেরা যিনি যাহা দেখে এসেছেন, বলুন, সভাস্থ লোক শুনে বিচার করুন | রাজা। প্রভুর যে অমুমতি । বিনা। ঘটক মহাশয়ের অগ্রসর হন । প্রথম ঘটক । মহারাজ, আমি পাত্রী অন্বেষণ করিতে করিতে গঙ্গার পশ্চিম পারে গমন করেছিলাম, রাজসভায় কাহারো অবিদিত নাই, সেই স্থানেই হরিণপরিহীন হিমকরবদনা সীমস্তিনীসমূহ সস্তৃত হয়, সুবিমল সজীব সরোজিনীর সরোবরই সেই । মাধ। ঝুমুর ওয়ালীরেও ঐ পার হতে আসে—আপনি