পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দীনবন্ধু-গ্রন্থাবলী রাঢ়ে গিয়েছিলেন মেয়ে দেখতে, যে দেশে কাচা কলায়ের ডাল, আর টকের মাছ খায়, সে দেশে আবার ভাল মেয়ে পাওয়া যায় ? প্রথম ঘটক। আপনার ভূগোলবৃত্তান্তে যথেষ্ট দখল— কোথায় গঙ্গার পশ্চিম তীর, কোথায় রাঢ়— মাধ। এ পিট, আর ও পিট, গঙ্গার পশ্চিম তীরেই রাঢ় আরম্ভ । প্রথম পণ্ডিত । অন্যায় তর্ক করেন কেন ? গঙ্গার পশ্চিম তীর পবিত্র স্থান, তথায় রূপলাবণ্যসম্পন্ন মহিলার অসদ্ভাব নাই । মাধ। যে একটি আদটি ছিল, তা বিলি হয়ে গিয়েচে । বিনা । আচ্ছ, ঘটকের বর্ণনা শোনা যাক। প্রথম ঘটক । গঙ্গার পশ্চিম তীরে ভ্রমণ করিতে করিতে অনেক পাত্রী দেখলেম, একটিও মনোনীত হয় না, কোন না কোন দোষ পাওয়া যায়। এক রমণীর অতি পরিপাটী রূপ, চপল চন্দোয় পদার্পণ করেচেন, কিন্তু র্তার গমনটা স্বাভাবিক চঞ্চল ; এক সুলোচনা সৰ্ব্বাঙ্গসুন্দরী, প্রীতিপ্রদ পোনেরোয় অবস্থান, কিন্তু তার বচনে মিষ্টতা নাই ; এক প্রমদার যেমন গজেন্দ্রগমন, তেমনি মধুর বচন, রূপের ত কথাই নাই, সুমধুর ষোলোয় আর থাকেন না, কিন্তু তার চাওনিটে কেমন কেমন ; এক বিলাসিনী গৌরব রঙ্গিণী, কোন পুরুষ তার মনে ধরে না, তিনি এ দেমাক কল্যেও কত্তে পারেন, তার তরুণ তপনের হ্যায় বর্ণের জ্যোতি, তার শ্রবণায়ত লোচন, কপোলযুগল যেমন কোমল, তেমনি সুন্দর, তার কথার তো কথাই নাই,—বীণার বাদ্য, কোকিলার গীত, তার কাছে মিষ্ট নয় ; আদরিণী সগৌরবে সুধার সতেরোয় সাতার দিচ্চেন, সুধাংশুবদনীর এক দোষ আছে, সেই দোষে সকল সৌন্দৰ্য্য বিফল হয়েচে—হাসলে