পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e দীনবন্ধু-গ্রন্থাবলী জগ। আসচে, আমি ঘোমটা দিয়ে বসি । ( ঘোমটা দিয়ে উপবেশন ) জলধরের প্রবেশ জল । মালতী, মালতী, মালতী ফুল । মজালে, মজীলে, মজালে কুল ৷ মালতী, তুমি যে আমায় এত অনুগ্রহ করবে, তা আমি স্বপ্নেও জানি না, কিন্তু আমার মনে মনে খুব বিশ্বাস ছিল যে, কথা দিয়ে নিরাশ করবে না— মরদ কি বাত । হাতি কি দাত, ॥ আমি এই জন্যেই সদাগরকে আরব দেশে পাঠাইবার পথ করলেম, রাজা একপ্রকার পাগল হয়েচেন, কিছুই দেখেন না, আমি ফাক তালে সদাগরের ত্বরিত গমনের অনুমতিপত্র স্বাক্ষর করে লইচি, যে জিনিস আনবের অনুমতি হয়েচে, সে জিনিসও পাওয়া যাবে না, সদাগরও ফিরে আসবে না । সুতরাং তুমি ঘোমটা খুলে প্রেমসাগরে ডুব দিতে পারবে । তোমার সদাগর দেশান্তর হলেন, এখন আমার জগদম্বার যা হয়, একটা হলেই, নিৰ্ভয়ে তোমার যৌবন নৌকার দাড়ী হই । ( জগদম্বার কাছে হামাগুড়ি দিয়ে গিয়ে ) মালতী, মালতী, মালতী ফুল । মজালে, মজালে, মজালে কুল ৷ জগ । ( ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া ) জগদম্বা থাকতে আমার কপালে সুখ হবে না । জল । বাবা, এক ধাক্কা গেল । মালতি, আমি তোমার লড়ায়ে ম্যাড়া, যদি অনুমতি দেও, এক চুতে জগদম্বারে জলসই করি । আহা ! তুমি হস্তগত হয়েছ, আর আমারে