পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী & S. কে পায় ; জগদম্বাকে বিয়ে করে এনিচি, একেবারে বৈতরণী পার কত্তে পারবে না, কিন্তু তার বেঁচে মরা, তোমার মল সাফ করবের দাসী হয়ে থাকতে হবে । জগ। যদি জগদম্ব অামার কথা না শোনে । জল। না শোনেন, সাড়াসী দিয়ে একটি একটি কাচা মূলে তুলবে। —আহা! জগদম্ব আবার সেই মূলোদাতে মিসি দেন, লোকে জিজ্ঞাসা কল্যে বলেন, দাতের শূলুনী হয়েচে । জগ । জগদম্বা মলে তুমি কি কর ? জল। একতাল গোবর এনে, মুখের একটি ছাপ তুলে নিই—অমন কোটর চক্ষু, অমন মণিপুরী নাক, অমন হাবসির অধর, অমন মূলোদন্ত, জগদম্বা মলে আর নয়নগোচর হবে না। সুতরাং একখান ছাপ রাখা কৰ্ত্তব্য । জগ । জগদম্বা যদি বেরিয়ে যায় ? জল । কি নিয়ে বেরিয়ে যাবেন, সে দিকে তোপ পড়ে পড়ে হয়েচে, তাতে আবার বার মাস দশ মাস পেট, লোকে দেখলে বলে, নকুল সহদেবের জন্ম হবে —মালতি, তুমি আমার মন্দোদরী, এস, আমোদ করি, সে সূৰ্পণখার কথা ছেড়ে দাও । জগ । তবে তুমি কি তার ভাই ? জল ৷ এক সম্পর্কে বটে । জগ । তুমি তার কেমন ভাই ? জল । আমি তার ছি ভাই, এ দেশে এমন মাগ নেই যে, সময়বিশেষে স্বামীকে ছি ভাই বলে না।—মালতি, আমি প্রেমের পাঠশালায় ক, খ, লিখি, আমি জানি নে, ঘোমটা আমায় খুলতে হবে, কি তুমি আপনি খুলবে। জগ। ঘোমটা খুলবের সময় হলে আমি আপনিই খুলবো । তোমার কথা শুনে, আমার অঙ্গ শীতল হয়ে যাচ্চে ।