পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ ש সংবাদপত্র সম্পাদকদ্বয় তোমাদের প্রশংসায় তাহাদের পত্র পরিপূর্ণ করিতেছে, তাহাতে অপর লোক যেমত বিবেচন৷ করুক তোমাদের মনে কখনই ত আনন্দ জন্মিতে পারে না, যেহেতু তোমরা তাহদের এরূপ করণের কারণ বিলক্ষণ অবগত অাছ। রজতের কি আশ্চৰ্য্য আকর্ষণশক্তি । ত্রিংশং মুদ্রালোভে অবজ্ঞাস্পদ জুডাস, খৃষ্ট-ধৰ্ম্ম-প্রচারক মহাত্মা যীজসকে করাল পাইলেট করে অর্পণ করিয়াছিল ; সম্পাদকযুগল সহস্র মুদ্রালাভ পরবশ হইয়া উপায়হীন দীন প্রজাগণকে তোমাদের করাল কবলে নিক্ষেপ করিবে আশ্চৰ্য্য কি ? কিন্তু “চক্ৰবৎ পরিবর্তন্তে তুঃখানি চ মুখানি চ,” প্রজাবৃন্দের মুখসূর্য্যোদয়ের সম্ভাবনা দেখা যাইতেছে। দাসীদ্বারা সন্তানকে স্তনবৃন্ধ দেওয়া অবৈধ বিবেচনায় দয়াশীল প্রজ-জননী মহারাণী ভিক্টোরিয়া প্রজাদিগকে স্বক্রোড়ে লইয়া স্তন পান করাইতেছেন। সুধীর স্থবিজ্ঞ সাহসী উদারচরিত্র ক্যানিং মহোদয় গভরনর জেনরল হইয়াছেন। প্রজার হুঃখে হুঃখী, প্রজার মুখে সুখী, দুষ্টের দমন, শিষ্টের পালন, ন্যায়পর গ্র্যান্ট মহামতি লেফটেনেণ্ট গভরনর হইয়াছেন এবং ক্রমশঃ সত্যপরায়ণ, বিচক্ষণ, নিরপেক্ষ, ইডেন, হাসেল প্রভৃতি রাজকাৰ্য্যপরিচালকগণ শতদলস্বরূপে সিবিল সরভিসসরোবরে বিকশিত হইতেছেন। অতএব ইহাদ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে, নীলকর তুষ্টরাহুগ্রস্ত প্রজাবৃন্দের অসহ্য কষ্ট নিবারণার্থ উক্ত মহামুভবগণ যে অচিরাং সদ্বিচাররূপ সুদর্শনচক্র হস্তে গ্রহণ করিবেন, তাহার সূচনা হইয়াছে । কস্তচিৎ পথিকস্ত ।