পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brb" দীনবন্ধু-গ্রন্থাবলী বিজয় ও কামিনীর প্রবেশ ঐ দেখ । বিজ। মা ! কামিনী আপনাকে দেখতে এসেচেন । কামি । মা, আমি আপনাকে মা বলে মানবজনম সফল কত্তে এসেচি । তপ । বাবা বিজয়, তুমি যে দিন ভূমিষ্ঠ হও, সেই দিন আমার মনে যত সুখ উদয় হয়েছিল তত তুঃখ উদয় হয়েছিল ; আজও আমার মন একবার আনন্দে ভাস্চে, একবার নিরানন্দে নিমগ্ন হচ্চে। ও মা তুমি লক্ষ্মী, তোমায় আলিঙ্গন করে আমার তাপিত হৃদয় শীতল করি—( কামিনীকে আলিঙ্গন ও মুখচুম্বন ) বাবা বিজয়, আমি আজ চরিতার্থ হলেম, আজ আমার সকল দুঃখ নিবারণ হলো । বিজ । মা, তবে আর কাদেন কেন ? তপ । বাবা, আজ সকল কথা মনে হচ্চে, আমার আবার সংসার-আশ্রমে যেতে ইচ্ছে কচ্চে—অামি আতি হতভাগিনী, আমি এমন স্বর্ণলত। স্বর্ণ-সিংহাসনে রাকৃতে পারলেম না, হ৷ পরমেশ্বর ! আমি এমন হেমতারিণী, কুঁড়ের ভিতর রাখবো । কামি । মা, আমার জন্যে খেদ কচ্চেন কেন ? আপনি এই পর্ণকুটীরে পরম মুখে আছেন ; আপনার দাস কি থাকতে পারবে না ? তপ । মা, তুমি আমার লক্ষ্মী, মা তুমি আর বিজয় আমার কাছে থাকলে আমার পর্ণকুটীর রাজ-অট্টালিক, আমার শৈবালশয্যা স্বর্ণ-সিংহাসন, আমার গাছের বাকল বারাণসীর শাড়ী—( চক্ষে অঞ্চল দিয়া রোদন ) বিজ । জননি, আজ আপনি এত অধীর হলেন কেন ? মা, আপনার বিলাপ দেখে, কামিনীর চক্ষে জল পড়চে । তপ । বিজয়, বাবা তুমি তপস্বিনীর পুত্র, তোমার