পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী సెస్సె মাল । তুমি নিৰ্ভয়ে আমোদ কর, সদাগর এতক্ষণ কত দূর যাচ্চে । জল। এখানে আমার গা ছপ ছপ করে, তুমি যদি আমার বৈটকখানায় যাও তবে নিৰ্ভয়ে আমোদ কত্তে পারি। আমি এখানে ধরা পড়লে প্রাণ হারাবো । মল্লি । এ কি মহাশয়, প্রেমিকের এমন ধৰ্ম্ম নয়, সকল জোটাজোটু করে এখন পটল তোলেন। আপনার কবিতা গেল কোথায়, রসিকতা গেল কোথায়, আড় নয়নের চাউনি গেল কোথায় ? জল । অজগর ভয় সাপ হেরিয়ে কাদায়, ডুবিয়াছে প্রেম-ভেক হৃদয় ডোবায় । ভেক যদি মাত তোলে জলের উপর, কপ করে দেবে সাপ পেটের ভিতর । মাল । আপনার কোন ভয় নাই, আপনি পরম সুখে আমোদ করুন । - জল । কি আমোদ করবো ? মল্লি । তা কি আমাদের বলে দিতে হবে—আচ্ছা একটি গান গাও । জল । আচ্ছ গাই—একটা খেমটা গাই— মালতীর মালা, গাম্‌চা হারায়ে এলেম্‌ ঘাটে । তেলের বাট গামচা হাতে গিয়েছিলেম নাইতে, প! পিচলে পড়ে গেলেম বঁধোর পানে চাইতে । মল্লি । আহ ! জগদম্বা কত শিবপূজা করেছিল তাই এমন ভাল ভাতার পেয়েছে । জল । তা সে বলে থাকে, তাই তো সে এত ঝকুড়া করে —তবে মালতি, সাধিলেই সিদ্ধি— মালতী, মালতী, মালতী ফুল, মজালে, মজালে— ( স্বারে আঘাত )