পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o e দীনবন্ধু-গ্রন্থাবলী নেপথ্যে । মালতি । মালতি ! দোর খোলে, একট। কথা বলে যাই । জল । ঐ তো সদাগর ; ও মা আমি কমনে যাবে, বাবা, মলেম, ( মল্লিকের পশ্চাৎ লুক্কায়িত হইয়া) মল্লিকে বাছ অামাকে রক্ষা করে । জগদম্ব বড় পেড়াপিড়ি করেছিল তাইতে তোমাকে ম৷ বলিচি, আজি মার কাজ কর, অামাকে বচিাও— নেপথ্যে। ঘরে কথা কয় কে ও, অামি না যেতেই এই, তুমি দোর খোলে, তোমাদের সকলকে কীচক বধ করচি । মাল । ( গাত্রোথান করিয়া ) ফিরে এলে যে ? যদি কেউ দেখতে পায়, এখনি মন্ত্রীর কাছে বলে দেবে এখন । জল। মালতি, আমার মাতা খাও দোর খুল না, আমি লুকুই, দোহাই তোমার, দোহাই তোমার, জগদম্বারে রাড় করেী না । মল্লি । পালঙ্গের নীচে যেতে পার না ? জল । দেখি, (চিত হইয়া শয়ন করে পালঙ্গের নীচে যাইতে চেষ্টা ) না, পেট্‌ ঢোকে না, ভূড়িটে বাধে । মল্লি । মালতি, ঐখানটা ছেটে দে । জল । এখন রঙ্গের সময় নয়, আজ যদি বাচি তবে রঙ্গের সময় অনেক পাওয়া যাবে । মাল। মল্লিকে ঐ কোণে ফরমাসে গামলায় কোতর। গুড় আছে তাইতে ডুবৃয়ে রাখ, মুখ যদি ডুবুতে না পারে, সেখানে একটা মুখোস আছে সেইটে মুখে বেঁধে দে । নেপথ্যে। এক প্রহরে দোরটা খুলতে পাল্লে না ? ( সজোরে দ্বারে আঘাত ) জল । মল্লিকে, এস এস ।