পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী So & রতি । তুমি তে। মালতীকে ফাকি দিয়ে নির্জনে বিহার কচ্চিলে । মল্লি । আহ৷ জলধরের এখন যে মূৰ্ত্তি হয়েচে জগদম্বা দেখলেও বাবা বলে পালায় । আমরা বেশ রামযাত্রা কচ্চি, আমি সাজঘরের কৰ্ত্ত হইচি । মলি । মল্লিকে, তুই খাচার চাবি নে ( চাবি দান ) বল গে, সদাগর আজ গেল না, এস তোমায় খিড়কি দিয়ে বার করে দিয়ে অসি। খিড়কির অার খাচার দোর এক হয়ে আছে, যেমন বেরবে, অমনি খাচার ভিতর যাবে, আর তুই দোর দিয়ে চাবি দিবি । মল্লি । শুভ কৰ্ম্মে বিলম্ব কি, চল্যেম । [ মল্লিকের প্রস্থান । মাল । তুমি যখন দ্বারে নাতি মাত্তে লাগলে, জলধরের যে কঁপনি, আমি বলি ঘুরে পড়লো । রতি । আগে খাচার ভিতর যাক, তার পর খুচুয়ে জাদমারা করবো । মাল । আমি আগে জগদম্বাকে ডেকে দেখাবো, মাগী সে দিন আমার সঙ্গে যে বকুড়া কল্যে –জলধরের যেমন বুদ্ধি, জগদম্বারও তেমনি বুদ্ধি, মাগী ভাবে তার মহিষাস্থরকে সকলেই ভাল বাসে । রতি। তা আশ্চর্য্য কি ; মেয়ে মানষে কি না কত্তে পারে ? মাল । পোড়া কপাল অার কি, কথার শ্রী দেখ ; যাদের ধৰ্ম্ম নাই তারা সব করে, যাদের ধৰ্ম্ম আছে তারা পতি বই আর জানে না, পর পুরুষকে পেটের ছেলের মত দেখে । রতি । আমি কথার কথাটা বলচি— নেপথ্যে । পড়েচে, পড়েচে, হেঁদোলকুঁৎকুঁতে পড়েচে, ও মালতি, শীঘ্র অtয়, সদাগর মহাশয়কে সঙ্গে করে আন । রতি । চল, চল । [ উভয়ের প্রস্থাস । 28