পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ১১৭ পারে না। মহারাজ, এই বেল্লিক ব্যাট। বিষম হাঘরে, অামার বাড়ীর সর্বস্ব অপহরণ করতে প্রবৃত্ত হয়েছে। মাধব । আহ ! আহা ! বিদ্যাভূষণ এমন কোমল করেও রজুদান করেছ ! ( বন্ধন মোচন করিয়া ) ইনি অতি পুণ্যাত্মা তাপস, ইনি কি কাহারে দ্রব্য অপহরণ করেন । বিদ্যা । মহারাজ, দশ দিন বারণ করিছি, আমার বাড়ীর দিকে গমন করিস্ নে, বেল্লিক ব্যাট। যেটা বারণ করি সেইটি অগ্রে করে । কাল আমার মেয়েকে ভুলীয়ে লয়ে গিয়াছে, তাই ওর হাতে দড়ি দিয়ে রাজসভায় লয়ে এসেচি। মাধব । আপনার মেয়ের কি করেচেন ? বিদ্যা । সে বালিকা তার বোধ কি ? মাধব । আপনারা বামন জাত, কুকুর মারেন, হাড়ী ফেলেন না । রাজা । বিদ্যাভূষণ, তুমি এমন নবীন তাপসকে কি জন্য পীড়ন করিতেছ , আহা ! বাছার মুখ দেখলে স্নেহে হৃদয় পরিপূর্ণ হয়। কি অলৌকিক রূপ, যেন সুমিত্রী-নন্দন জটাবষ্কল পরিধান করে রাজসভায় দাড়য়েছেন । বিদ্যা । মহারাজ, হাঘরের এক্ষণে ঐ রূপ বেশ করে দেশ লণ্ডভণ্ড করতেছে, আপনি দেশপালক, এই ব্যাটাকে দ্বীপান্তর করে আমার বাড়ী নিষ্কণ্টক করিয়া দেন । রাজা । কি অপরাধে এ নিদারুণ দণ্ড বিধান করি ? বিদ্যা। মহারাজ, আমার কামিনীকে এই ব্যাট হাঘরে জাদু করেছে । কামিনী রাজসিংহাসন অবজ্ঞা করে হাঘরের গৃহিণী হতে উন্মত্ত হইয়াছে। তার অঙ্গুলে মন্ত্রপূত করে একটা অঙ্গুরী দিয়াছে তাহাতেই কামিনী একেবারে পাগল হয়ে গিয়েচে । আমি গোপনে দাড়ায়ে দেখিছি কামিনী সেই অঙ্গুরী চুম্বন করে, আর হা তপস্বিন, হ৷ তপস্বিন, বলিয়া