পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী $२¢ উপবাসীর মুখে অমৃত দান কল্যে—বাবা বিজয়, ( আলিঙ্গনপূর্বক ) আমার বড় সাধের নাম, আমি বিজয় নাম ভাল বাসি বলে প্রমদা তোমায় বিজয় নাম দিয়েচেন । ( কামিনীর হস্ত ধরিয়া ) ম৷ কামিনি, তুমি আমার স্বর্ণলক্ষ্মী, এমন লক্ষ্মী প্রমদ। কি বলে পর্ণকুটীরে রেখেছিলেন ! তোমরা দুই জনে রাজসিংহাসনে বসে, আমার এবং পতিরতা প্রমদার চক্ষের সার্থক হক । ( রাজা, তপস্বিনী, বিজয় এবং কামিনীর সিংহাসনে উপবেশন, নেপথ্যে হুলুধ্বনি } তপ । বিজয় আমার, কামিনীর জন্য অতিশয় ব্যাকুল হয়েছিলেন ; বিজয় কামিনীকে রাজসিংহাসনে বসায়ে পুলকে পূর্ণিত হলেন, বাবা, কামিনীকে কিসে সুখী করবেন এই চিন্তায় চিন্তিত ছিলেন । কামিনী অামার, বিজয়ের সুখে পরম মুখী হয়েছিলেন, পর্ণকুটার মার রাজসিংহাসন বোধ হয়েছিল । রাজা । প্রেয়সি, বিজয় আমার যেমন পুত্র, কামিনী আমার তেমনি পুত্রবধূ। জগদীশ্বর আমার মনোরথ পূর্ণ করলেন । কামিনীর লোক্যতীত রূপলাবণ্যের কথা শুনে মনে মনে আক্ষেপ করিতেছিলাম, যদ্যপি পতিপ্রাণ প্রমদার গর্ভজাত পুত্র থাকতে, কামিনীর সহিত বিবাহ দিতাম, আমার সে আশা আজ পূর্ণ হলো –হে সভাসদগণ, আজ আমার আনন্দের সীমা নাই, আমার রাজলক্ষ্মী আলয়ে আগমন করেচেন, পুত্র পুত্রবধূ সমভিব্যাহারে এনেচেন । আজ সকলে পরমানন্দে আমোদ প্রমোদ কর, অামাকে কেহ আজ রাজা বিবেচনা কর না, আমাকে সকলে প্রিয়বয়স্য ভাব, আমাকে সকলে অভিন্নহৃদয় প্রিয় বন্ধু গণ্য কর । হে প্রজাবৰ্গ, আমার প্রাণাধিক প্রমদার পুনরাগমনের স্মরণচিহ্ন স্বরূপ অদ্যাবধি অায়সম্বন্ধীয় করের নিরাকরণ করলেম ।