পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 5 দীনবন্ধু-গ্রন্থাবলী রাজী। আর এক মাগী—ঘটকরাজ আমারে মাপ কত্তে হবে, আমি তার নাম কত্তে পারবে না। ঘট । অামাকে আপনার অবিশ্বাস কি ? রাজী । বাবা আমাকে এইটি মাপ কত্তে হবে । ঘট। ভদ্রলোকের মেয়ে ? রাজী । মহাভারত, মহাভারত—ডোম, বুড়ে, কালো, পেত্নী । ঘট। আপনি সম্বন্ধের কথা কারে কাছে ব্যক্ত করবেন না, বউ ঘরে এনে তবে সম্বন্ধের কথা প্রকাশ ; আপনি এক শত টাকা স্থির করে রাখবেন। রাজী। আমার দুই শত টাকা মজুত আছে। ঘট । আপনার বাড়ীতে কোন উদ্যোগ কত্তে হবে না, আপনি শনিবারে সন্ধ্যার পর আমার সঙ্গে যাবেন, রবিবারের প্রাতে গৃহিণী লয়ে গৃহে প্রবেশ করবেন । কন্যাকৰ্ত্তার মেয়ে নিয়ে দক্ষিণপাড়ায় রতন মজুমদারের বাগানে থাকবেন, কনক বাবু ঐ বাগান তাদের জন্য ভাড়া করেচেন। রাজী। গোলমালের প্রয়োজন কি, সকল কাজ চুপি চুপি ভাল, আমার পায় পায় শত্রু । ঘট । অামি আজ যাই । রাজী। আমি একটা কথা জিজ্ঞাসা করি । ঘট। বলুন না ?—সকল বিষয়ের মীমাংসা করে যাওয়া উচিত । রাজী। এমন কিছু নয়—মেয়েটির বর্ণটি কেমন ? ঘট । তরুণ তপন আভা বরণের ভাতি, কঁচাসোনা চাপা ফুল থেয়েচেন নাতি । হেরে আড়া, মনোলোভ, যোগীর মন টলে,