পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ দীনবন্ধু-গ্ৰস্থাবলী সুশী । আচ্ছ। আসে আসে, ফতা কি বলেচে বল । পেচে। ফতা বল্যে, পেচোর মা তোর কপাল ফিরেচে, নগোদিপির ভস্চাজি বস্তা দিয়েচে তোর সাথে বামনের বিয়ে হবে । রাম । নবদ্বীপের পণ্ডিতরা ঘাস খায়, এমনি ব্যবস্থা দিতে গিয়েচে । পেচে । ট্যাক পালি তানারা গোরু খাতি বস্তা দিতি পারে, মোর বের বস্তা তো তুশ কথা। গেীর । আচ্ছা বাছ তুই এখন যা, বাবার আসবের সময় হয়েচে আবার তোরে দেখে গালে মুখে চড়িয়ে মরবেন। পেচে । স্বপোন যদি ফলে । ঝোল্বো তানার গলে । হাতে দেব রূলি । মোম দেব চুলি ॥ ভাত খাব থালা থালা । তেল মাক্বে জালা জালা । নটের মুকি দিয়ে ছাই । আতি দিনি গুয়োর থাই ॥ রাম । মাগী একেবারে উন্মাদ হয়েচে । সুশী। হ্যা রে পেচোর মা শূকরের মাংস কেমন লাগে ? পেচে । বুনো নেবৃকোল খ্যায়েচো ? সুশী । খেইচি । পেচে । তবিই খ্যায়েচে । গৌর। দূর আবাগের বেটী । পেচো। মাঠাকুরোণ আগ কর ক্যানে, শুয়োরের মাংসে কলি না পেত্যয় যাব ঠিক নেত্রকোলের মতো খাতি।