পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক বাগানের আটচালা ভুবন, নসিরাম এবং কেশবের প্রবেশ কেশব । ঘটকট পেলে কোথায় ? ভুব। ও ইনিস্পেক্টার বাবুর কাছে এসেচে ; উমেদার, স্কুলের পশুিতি প্রার্থনা করে। কেশ ও যেরূপ বুদ্ধিমান সৰ্ব্বাগ্রে ওকে কৰ্ম্ম দেওয়া উচিত। রতা নাপতে এবং লোক চতুষ্টয়ের প্রবেশ রত। বর আসবের সময় হয়েচে আমরা সাজি গে। ভুব। এদের বাড়ী কোথায় ? রতা । সে কথা কাল বলবো—ইনি হবেন কনের কাক, ইনি হবেন কনের মেসো, ইনি হবেন কনের দাদা, ইনি হবেন পুরোহিত । কেশ । আমি ভাই ঠাকুর্কি সাজবো, তা নইলে ব্যাটার সঙ্গে কথা কওয়া যাবে না । রত। আচ্ছা তুমি হবে বড় ঠাকুর্বি, ভুবন হবে কনের বিয়ান, নসিরাম হবেন শালাজ। আমি ত ছাই ফ্যালতে ভাঙ্গ কুলো আছি, বুড়ো ব্যাটার মাগ সাজবো । কেশ । আমাদের অধিক খরচ হবে না, বড় জোর দশ টাকা, আমরা একটা চাদ করে দেব । বুড়ো যে টাকা দিয়েচে وا