পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে ( ఫి বাবুর প্রসাদাৎ কি রত্নই লাভ করিচি, বউ ঘবে তুলে কনক বাবুকে ভাল পেয়ারা, ভাল আতা পাঠিয়ে দেব। কনক বাবু অনুগ্রহ না কল্যে কি এ বুড় বয়সে অমন মেয়ে জুট্ৰতো ? যদি মা দুর্গ থাকেন তবে তুই বুড়রে যেমন সুখী কল্যি, এমনি সুখী তুই চিরদিন থাকবি । নসিরাম এবং ভূবনের প্রবেশ ভুব। কি ব্যাই, বিয়ানের সঙ্গে আমোদ হলো কেমন ? নসি। ঠাকুরজামাই ভাবচে কি ? আজ তো সুখের সূত্রপাত, স্বর্গের সিড়িব প্রথম ধাপ, এতেই এই, ন জানি চাপাব বয়সকালে কি হবে । রাজী। আমারে কিছু ব’ল না ; আমি মরিচি, কি বেঁচে আছি তা আমি বলতে পারি নে—আমার স্বৰ্ণলতাকে এইখানে নিয়ে এস, আমি ছোব না কেবল দেখবো, আমার কাছে বসে থাকলে আমার প্রাণ বড় ঠাণ্ডা থাকে—তোমার পায় পড়ি এক বার নিয়ে এস । নসি। সে এখন ঠাকুরুণের কাছে বসে রয়েচে, তাকে আনবের যো নাই—আমরা এইচি এতে কি তোমার মন ওটে না ? ভুব। বড় মুখের বিষয় বিয়ানের সঙ্গে তোমার এমন মন মজেচে । নসি। ঠাকুরজামাই, ভাই, ছেলেমানুষ, কত লোকে কত কথা বলবে, তুমি ভাই খুব যত্ন কর—র্চাপা বড় অভিমানী, বড় কথা সইতে পারে না, তোমার মেয়েদের ব’লে দিও মন্দ কথা না বলে । • রাজী। আর মেয়ে । তারা কি আছে, মনে মনে তাদের