পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে や> রাম। সত্যি সত্যি আমাদের কপালে আগুন লেগেচে, পোড়া কপাল পুড়েছে, বুড়ো বাপের বিয়ে হয়েচে । রাজী। আবাগের বেটী আমাকে চিরদিন জালালে, আমি ভালমুখে ডাক্‌লেম উনি কান্না আরম্ভ করলেন, ওঁর ভাতার এখনি মলো । রাম। কই আনো দেখি—আর বাপ হয়ে অমন কথাগুলো বলে না—কনে কোথায় ? রাজী । বন্ধু বাবার কাছে । গেীর । বন্ধু বাবা কে ? রাজী। ঘটককে তোমাদের মা বন্ধু বাবা বলেন, আমিও বন্ধু বাবা বলি, তিনি আমার শ্বশুরের বন্ধু—বন্ধু বাবা! বন্ধ বাবা ! নিয়ে এস । কনের হাত ধ’রে ঘটকের প্রবেশ গেীর । দেখি মেয়েটির মুখ কেমন । ঘটক । জামাই বাবু ছুতে দিবেন না। রাম । ( ঘটকের প্রতি ) অঁাটকুড়ির ব্যাট, সৰ্ব্বনেশে, আমার মত তোর মেগের হাত হক্‌—কোথা থেকে এসে বুড়ে বয়সে বাবার বিয়ে দিলে—তুই যেমন সৰ্ব্বনাশ কল্লি এমনি সৰ্ব্বনাশ তোর হবে— ঘট । বাছা মিছে মিছি গাল দাও কেন, বউয়ের মুখ দেখ, সব দুঃখ যাবে, পুত্ৰশোক নিবারণ হবে । ( হাস্তবদনে ঘটকের প্রস্থান ) রাজী । তুই বিট ধৰ্ম্মের ষাড়, এত ঝকৃড়া কত্তে পারিস, তোর বাবার বন্ধু বাবা, গুরুলোক, প্রণাম না করে গাল দিলি,