পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९ দীনবন্ধু-গ্রন্থাবলী কাঞ্চনকে এনে দাও, তা নইলে গুলি খেয়ে মরবো, নয় গঙ্গায় ডুবে মরবো, নয় কাশী চলে যাব—” কুমু। তাই কেন কত্তে দিলেন না । সোঁদ । বাবা এসে কত বুঝলেন, তা কি তিনি শোনেন— বেটা ভাই দাদারে কি করেচে, বেটী হয়তে যাদু জানে— কুমু । তোমার মা যে যাদুমণি যাদুমণি করেন, তাই লোকে এত যাদু করে । সৌদী । বাবা তো আর যাদুমণি যাতুমণি করেন না, তা দাদা বাবাকেও ত ভয় করেন না—বাবা কত রাগ কত্তে লাগলেন, বল্যেন, এমন সোনার সীতে ঘরে রয়েছে, তবু এ নিন্দে ন কুড়লে ঘর চলে না, তা দাদা বলেন, “সীতে নিয়ে তুমি থাক, আমি কাঞ্চনকে না পেলে গলায় দড়ি দিয়ে মরবো।” কুমু। এমন পোড়া কপালের হাতেও পড়িচি ! সোঁদ । বাবা রাগ করে দাদাকে একটা নাতি মেরে বাইরে গেলেন, মা কঁদে নাগলেন আর বাবারে কত গালাগালি দিলেন । তার পর মার কান্না দেখে আর দাদার চিকুরুনি দেখে বাবা কাঞ্চনকে ডাকয়ে এনে বাড়ীর ভিতর পাঠয়ে দিলেন । কুমু। তবে আর ঠাকুরুন আমায় আনলেন কেন ? সৌদী । মা তার পর কাঞ্চনের হাত দুটি ধরে বল্যেন, “ম, তোমার হাতে ছেলে সুপে দিলেম, দেখ বাছ, যেন আমি গোপালহারা হই নে ৷” কুমু। অমন গোপালকে মুন খাইয়ে মাত্তে হয় । সেীদ।। মার ভাই সাত নাই পাচ নাই, এত দৌলৎ, একটি ছেলে, যে আবদার স্থায় তাই শুনতে হয় । কুমু। তুই তবে একটি উপপতির আবদার নে, তোর মার তুই একটি মেয়ে, তোর আবদারও শুনবেন। সৌদী । তুই এত রসিকতা জানিস, দাদার ত কিছু কন্তে পারিস নে ।