পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী &6. দাম । ( মেজ ঝাড়িতে ঝাড়িতে ) বোকা বাবুর কাছে নইলে চাকরি পোষায় ? কত জিনিস ভাংচি, কত জিনিস চুরি কচ্চি, বাবুর হিসেবও নেই, কিতেবও নেই। এক এক বেটা বাবু আছে এমনি কঞ্জস, বাজারের পরতাল দেয়—যেমন কাপ টে বাবু তেমনি কসাই চাকরও আছে। নবীন বাবু দুদিন অন্তর একটি ক’রে পয়সা দেন স্থপারি আনতে, বাবুর খানসাম সেটি মাল ক’রে ক’সে পেয়ার শুকুয়ে কেটে সুপারি করে দেয়, বাবুর মন্দ বলবের যে নাই, তা হ’লে খানসাম ওমনি বলবে, এক পয়সার ভাল সুপারি এক দিন বই হয় না। আমার ভাবনা কি, বাবু যে মদ ধরেচেন, কোটা বালাখানা করে ফেলবো । অটল এবং নিমে দত্তের প্রবেশ নিম । তোমাকে আজ থেকে ইণ্ডিয়ান বাইরন বলবে?— ( চেয়ারে উপবেশন ) • - অট । ( উপবেশন করিয়া ) বড় মজাদার রাইম হয়েছে— জানি ! জানি ! আমি কি জানি ? নিম । আর এক লাইন বাড়য়ে দেওয়া যাকৃ— জানি ! জানি ! আমি কি জানি ? দী ও পাণি । অট । ব্রেভো, ব্রেভো— জানি ! জানি ! অtমি কি জানি ? দাও পাণি । আমি কেন বলি না, দাও ব্রাণ্ডি পানী— নিম । তা হ’লে ও লাইনের বিউটি রইলো কোথা ? পাণি অর্থে হাত, দাও পাণি, দাও হাত, কি না বিয়ে কর—