পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দীনবন্ধু-গ্ৰস্থাবলী fan “Let such teach others who themselves excel, And censure freely who have written well.” ডেপুটিবাবু, আপনার সহিত সাক্ষাৎ হওয়াতে আমি যে কি পৰ্য্যন্ত আহলাদিত হইচি, তা একমুখে কত বলবো, আপনি বড় লোক, আমাদের মনে রাখবেন, আপনার নাম আমার জপমালা হয়ে রইল ; আপনার নামটি কি ? কেন । আমার নাম কেনারাম ঘোষ । নিম । ঘোষ ? কেন । হা । নিম । কি ঘোষ, গয়লা ঘোষ, ন কায়েত ঘোষ ? কেন । কায়েত ঘোষ । নিম । পাজি, তুমি পাজি, তোমার বাবা পাজি, তোমার বাবার বাবা পাজি, তোমার সাত পুরুষ পাজি, তোমার আদিশূরের সভা পাজি— কেন । অটল ভাই, তোমার বাড়ীতে আমি থাক্তে চাই নে, সাত পুরুষ ধরে গাল দিচ্ছে-—উঃ মাতাল হয়েছেন বলে ওঁকে ভয় কত্তে হবে—আরদালি ! আরদালি !-তুমি আমাকে পাজি বলবে কেন ? তুমিও পাজি । নিম । রাগ করে না বাবা, প্রমাণ দেব—না পারি, জুতো মারো, আমার মাতায় জুতো মারো, বাবার মাতায় জুতো মারে, বাবার বাবার মাতায় জুতো মারে, আমার Great grand বাবার মাতায় জুতো মারো, সহস্র পুরুষের মাতায় জুতো মারে, আমার কান্তকুঞ্জের মাতায় জুতো মারে— অট। ব্যাটার মুখ যেন মন্টিতের দোকান। নিম । সাবাস বাবা, বেশ বলেচে বাবা, লাক কথার এক কথা, পায়ের ধূলা দে ( অটলের পদধূলি গ্রহণ ) এরে বলে