পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११ / দীনবন্ধু-গ্রন্থাবলী দ্বি, বয়স্ত । বাহব, এ ত বড় চমৎকার হে য়ালি । রাম । কও দিনি কি ? কাঞ্চ । এ হেঁয়ালি কেউ বলতে পারবে না, তুমি আর এক বার বলে আর অর্থ করে দাও । রাম । হারাইচি । “এটু কানি পোলাগুয়া জলে নাও শে৮ে, চিনা জোহে কামড় দিলা তুড় তুড়াইয়া নাচে ।" খোইড । কাঞ্চ । মিলয়ে দাও । নিম । কি মাসি, আর বিরহযন্ত্রণ সহ কস্তে পার না ? কেন । আপনি ইংরিজি পড়েছেন ? রাম। পড়চি, বোরো গোলমাল ঠ্যাহে । কেন । কেন ? রাম। মৰ্দ্দাগোর পেরলাউনে হি, হিজ, হিম আইচে ; মাইয়াগোর নামে শি, হার, হার কইচে ; যদি মর্দাগোর “হি, হিজ, হিম” অইল, তবে মাইয়াগোর “শি, শিজ, শিম” অইবে না ক্যান ? নিম । আর কি ? রাম। আর এই হালার পুত, “কোম,” এংরাজির কোমডা যে দিহি দেইচে সে দিহি লাগচে, কোম আইবারও হয়, কোম যাইবারও হয়। আমাগোর মাষ্টের বঙ্গোচন্দ্র বলেন, কোমড গর্বস্রাব, কোম আহেনও, যানও, আর কহন কহন থাহেন । ভূত্যের প্রবেশ ভৃত্য। পাত হয়েচে । কাঞ্চ । আমি ভাই বাড়ী যাই। নকু। কিছু খেয়ে যাও । নিম । বাচুর ফেলে কি থাকা যায়। কাঞ্চ । আমার ভাই বড় ভাবন হয়েছে। আমি ইচ্ছেকে