পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 দীনবন্ধু গ্রন্থাবলী কালে আপনার অঙ্গে হরিনামামৃত সিঞ্চন করি । ( বোতল লইয়৷ গাত্রে মদ্যপ্রদান ) অট 1 হু-আ । নিম । বাবা, “বিধস্য বিষমৌষধং” স্পর্শমাত্রে চৈতন্য । পিতা । মাসী আমার অধীরে, এমনি করে যাবেন যেন চাল ঝাড় তে না হয়— নেপথ্যে। নিমৰ্চাদ, মা যাচ্ছেন, তুই ওখান হতে যা। নিম । দূর বেটী কমবক্তি, এমন সময় বাধা দিলি, তোর কপালে ক্লেশ আছে তা আমি করবো কি । প্রস্থান কাঞ্চন, গিন্নি, এবং জলহস্ত সৌদামিনীর প্রবেশ গিন্নি। ও কাঞ্চন, তুমি আমার ছেলে একেবারে মেরে ফেলেছ ? আহ ! আহা ! বাবার গ দিয়ে ঘাম বেরুচ্চে । সোঁদ । ও মা, দাদার গায় যে মদ । গিন্নি। দূৰ্ব আবাগি, সরদি গরমিতে বাছার এত ঘাম হয়েছে। সৌদা । গন্ধ যে । গিন্নি। সরদি গরমির ঘামে গন্ধ হয় না তো কি ? কাঞ্চ । নিমে দত্ত গায় মদ ঢেলে দিয়েছে । অট । মা, আমার গা বমি বমি কচ্চে । গিন্নি । বাবা, এমন কৰ্ম্মও করে, আমার আঁধার ঘরের মাণিক, সকল দৌলত তোমার, গলায় দড়ি দিতে হয় ? অট । জানী যায় কেন মা, জানী যায় কেন ? আমার বুক জ্বাল! কচ্চে—( চক্ষু মুদিত করিয়া থাকন । ) কাঞ্চ । নাও বাছ, তোমার ছেলে বেঁচে আছে, তুমি থে কথা বলেছ, আমার গা কঁপি চে । আমি চল্যেম বাছ, এমন খুনের কাছে ভদ্রলোকে থাকে ? কাঞ্চনের প্রস্থান