পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী b>> নিম । দ নইলে এত পদ্মফুল একত্রে দেখা যায় ? আমি সমাগত সুন্দরীগণের হেলত পান করি । ( মদ্যপান । ) অট । গোকুল বাবুর স্ত্রীকে দেখিচিস তো ? নিম । অ্যালবার্টচেনধারিণী ? অট । হা-গোকুলবাবুর স্ত্রী খুব লেখা পড়া জানে । নিম । যেরূপ কথাবৰ্ত্ত কচ্চে, যেরূপ হেঁসে ঠেসে মেয়েদের অভ্যর্থনা কচ্চে, বোধ হয় খুব রসিক । অট । একটু একটু ইংরিজিও জানে । নিম । গোকুলে ব্যাটা ভারি মাগকপালে, কিন্তু ছুড়ি ভাতার কপালে নয় বাব-এ রত্ন আমার হাতে পড়লে, রাইট ম্যান ইন দি রাইটু প্লেস হতো । ( মদ্যপান । ) চেনধারিণীর নাম কি জানিস ? আট । অনরঙ্গ রঙ্গিণী । নিম । গোকুলে মুচি কি কামদেব ? অা শাল পাজি— রামচন্দ্র অতি নির্বের্বাধ, এমন অমূল্য মুক্তার মালা মৰ্কটের হস্তে প্রদান করেছেন ? অট। বেরয়ে আসবে। নিম । মাইরি ? অট । মাইরি । আমার কাছে লোক পাঠয়েছিল। নিম । মুখের সঙ্গে লোক স্বর্গে যায় না, সে তোমার সঙ্গে নরকে যেতে রাজি হয়েছে ? আমার ত কিছু মাত্র বিশ্বাস হয় না । তোমার জন্তে কুলাঙ্গনার গোরুর বঁাটে গোবর দেওয়ার স্থায় গায় কালি দিতে পারে, কিন্তু কুলে কালি দিতে পারে না। অট। মাইরি নিমৰ্চাদ । সে বেরয়ে আসতে চেয়েছে। সাতপুকুরের কাছে একটা বাগান ভাড়া নিতে হবে, তোর নাম করে রাখবো, আমার সঙ্গে যেমন হোক একটা সম্পর্ক আছে। নিম । ব্যাটার কি নিষ্ঠে । অট। তোর নামে বেনামি করবো।