পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মজীবনময় শ্ৰীযুক্ত বাবু গুরুচরণ দাস সহৃদয় হৃদয়বান্ধবেযু সহোদরপ্রতিম গুরুচরণ ! অপরিমিত আয়াস সহকারে লীলাবতী নাটক প্রকটন করিয়াছি। বিদ্যানুরাগী মহোদয়গণ সমীপে আদরভাজন হয় । ঐকান্তিক আশা । কত দিনে সে আশা ফলবতী হইবে, অাদে সে অাশা ফলবতী হইবে কি না ভবিষ্যতের উদরকন্দরে নিহিত । কিন্তু আপাততঃ প্রচুর প্রীতির কারণ এই, প্রথম দর্শনেই যে বন্ধুর মনের সহিত মন সহধৰ্ম্মপদার্থের ন্যায় তরলিত হইয়াছে, তদবধি যে বন্ধু প্রমোদপরিতাপের অংশ গ্রহণে যথাক্রমে উন্নতি খৰ্ব্বতা সাধন করিতেছেন, সেই বন্ধুর হস্তে অতি যত্বের বস্তু অর্পণ করিতে সক্ষম হইতেছি । ভাই, এই স্থলে একটি কথা বলি—কথাটি নূতন নহে, কিন্তু বলিলে মুখী হই সেই জন্য বলি—সৌহার্দ না থাকিলে অবনীর অৰ্দ্ধেক আনন্দের অপনয়ন হইত। গুরুচরণ ! লীলাবতী তোমার হস্তে প্রদান করিলাম—তুমি সাতিশয় আনন্দিত হইবে বলিয়াই এ দানের অনুষ্ঠান—আমার পরিশ্রম সফল হইল । প্রণয়ামুরাগী শ্ৰীদীনবন্ধু মিত্র