পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী فج শার । মাইরি, অামার মাথা খাও ! হেম । ঘটক ব্যাটাই মাথা খেয়েছে । শার। মামা রাজি হয়েচেন ? হেম । মামার মেয়ে না বাবার মেয়ে ? শার। এখন ছেলে দেখবে । হেম । ছেলে আবার দেখবে কি ! পুতের মুতে কড়ি— রাজার রাজকন্যা দেবার জন্তে হাত যোড় করেছিল, তাদের ছাই কপালে ঘটুলো না । শার । আহা ! মা নাই, ভাই নাই, অমন মেয়েটি শ্মশানে ফেলে দেবে ? হেম । যত বড় মুখ তত বড় কথা—আমি মাসীকে বলে দিচ্চি, তুমি নদেরচাদকে মর বলে৮ । শার। বাহব। আমি মর বলুমি কখন ? ও মা সে কি কথা গো ? আমি আপনার দুঃখে আপনি মরচি—( চক্ষে অঞ্চল দিয়া রোদন । ) হেম। (স্বগত) এই বেল ফাক্তালে একটা কাজ সেরে নিই—(প্রকাশে।) বাজরা চকে আমাকে ফাকি দিতে পারবে না, মাসীকে এ কথাও বলবো, তুমি সম্বন্ধ শুনে কেঁদেচ, চল্যেম– - শার । ( হেমৰ্চাদের হস্ত ধরিয়া । ) তোমার পায়ে পড়ি, অামার মাথা খাও, তুমি কারে কিছু বলে না—বিয়ের কথায় চক্ষের জল ফেলে, র্তার ছেলের অমঙ্গল করিচি শুনলে, তিনি অামায় স্থল দেবেন না—আমি তা হলে জন্মের মত র্তার চক্ষের বিষ হবো—সাত দোহাই তোমার, আমায় রক্ষা কর, আমায় আজ বাচাও । দেখ, স্বামী সতীর জীবন, মনের কথা বলবের এক মাত্র স্থান—আমাদের পতি বই আর গতি নাই—কামিনী পতির কাছে কত মনের কথা বলে, তাতে সঙ্গতও অাছে অসঙ্গতও আছে, পতি কামিনীর মেয়ে বুদ্ধি বলে রাগ করেন