পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર8 দীনবন্ধু-গ্রন্থাবলী না, বরঞ্চ আদর করে বেশ করে বুঝয়ে দিয়ে অসঙ্গত কথা বলা নিবারণ করেন। যদি উচাটন মনে আমার মুখ দিয়ে কোন মন্দ কথা বেরয়ে থাকে, তুমি আমার স্বামী, লজ্জা নিবারণ করার কৰ্ত্ত, তোমার কি উচিত, সে কথা প্রকাশ করে দিয়ে আমাকে দুঃখের ভাগিনী করা ? অামায় লাঞ্ছনা খাইয়ে তুমি কি সুখী হবে ? আমি বড় ব্যাকুল হয়ে বলচি, একদিন মাপ কর, তোমার চিরকুঃখিনী দাসীর একদিন একটি কথা রাখ । (চক্ষে অঞ্চল দিয়া রোদন এবং যাইতে অগ্রসর । ) হেম । যাও যে ? শার। আসূচি। - t [ প্রস্থান । হেম । মন্দ ব্যাপার নয়—ওর দুঃখ দেখে আমার কান্না আসচে, মিষ্টি কথায় মন ভিজে গেল, যেন গঙ্গার জল বেড়ে বাদাঘাটের পাথরের পইটে ভিজে যাচ্চে। সাধে বাবা বলেন “এইটি বাড়ীর মধ্যে লক্ষ্মী বউ”—বউ ভাল কিন্তু ইয়ার বদ। শারদার পুনঃ প্রবেশ । শার । তুমি ভেবে দেখ এক দিনও আমার কোন দোষ পাও নি । হেম । তুমি যে ভয়ানক কথা বলেচ, আমি চেপে রাখুচি, তুমি আমার একটি কথা রাখ । শার । বলে। । , হেম । তুমি নদেরচাদের মুমুখে ঘোমটা খুলে থাকবে, আর তার সঙ্গে কথা কবে । শার । আমি ঘোমটা দিয়ে কথা কবো । হেম । তুমি কি সামান্য ধনী— শার । তুমি রাগ কর না, আমি ঘোমটা খুলে কথা কবে, কিন্তু কেবল তোমার সাক্ষাতে ।