পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ৩৫ রাজ। আমি একটি কথা বলবো ? সিদ্ধে। অমুমতি চাচ্চো ? রাজ। আচ্ছ, ললিতবাবু কেন লীলাবতীকে বিয়ে করুন না । তা তো হতে পারে । যেমন পাত্র তেমনি পাত্রী, যেমন বর তেমনি কনে— সিদ্ধে । যেমন সম্বন্ধ তেমনি ঘটক ঠাকুরণ—তুমি যদি এ ঘটকালি কৰ্ত্তে পার, আমি তোমাকে বাসি বিয়ের কাপড়খান দেব ! রাজ । এ সম্বন্ধ কি মন্দ ? সিদ্ধে । সম্বন্ধ মন্দ নয়, কিন্তু ললিত কি এখন বিয়ে করবে? সে বলে তার আঙ্গে বিবাহের সময় হয় নি । রাজ । তুমি আমার নাম করে এই প্রস্তাবটি কর, ললিতবাবু লীলাবতীকে যে ভালবাসেন, তিনি অবশ্যই লীলাকে বিয়ে কৰ্ত্তে স্বীকার হবেন । সিদ্ধে । ভালবাসলেই যদি বিয়ে কৰ্ত্তে, তা হলে এত দিন তোমার ছোট বনটি তোমার সতীন হতো। রাজ। সে যখন বর বর করে তোমার কাছে আসবে তখন তুমি তাকে বিয়ে কর, এখন আমি যা বল্যেম তা কর । সিদ্ধে । ললিতের অমত হবে না, কিন্তু কৰ্ত্তা কি রাজি হবেন । পণ্ডিত মহাশয়ের দ্বারা প্রথমে কথা উত্থাপন করা যাক । [ প্রস্থান ।