পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী 8૧ ত কিছুই গোপন নাই, তুমি আমায় যে স্নেহ কর তোমাকে আমি সহোদর অপেক্ষাও বিশ্বাস করি । সই, আমার ম৷ নাই, ভাই নাই, ভগিনী নাই ; তুমিই আমার সব, তুমিই আমার কাদবের স্থান । শার । বউ কি বল্যেন ? লীলা । তার নিজ মনস্তাপ সমুদ্রের মত, আমার মনস্তাপে তার মনস্তাপ কতই বাড়বে ? তাতে আবার পুষ্ঠ্যিপুত্ৰ— শার। চমকালে কেন সই ? ভয় কি সই, আমি তোমার সহোদরা— লীলা । ( দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক শারদার গল। ধরিয়া ) সই আমায় মার্জন কর, সই তোমার মাতা খাই আমার মনে বিন্দুমাত্র কপটতা নাই, আমি বলতে ভুলে গিয়েছিলেম । শার। সই, আমার কাছে তোমার এত বিনয় কেন ? আমি বুঝতে পেরিচি—কপালের লিখন ! নহিলে ললিত— সই, কঁাদিস কেন ! ( লীলাবতীর চক্ষু হইতে তাহার হস্ত অপস্থত করিয়া ) সই আমায় কাদাস কেন ? লীলা । কি বলিব কেন কাঙ্গি পাগলিনী অামি । সাত বৎসরের কালে—নিৰ্ম্মল মৃণাল সম মালিঙ্কবিহীন নব চিত্ত যবে জগতে দেখিতে সব সরলতাময়, মঙ্গলের বিনিময় জনে জনে আরলীলার লোচন পথে ললিতমোহন— সুন্দর সুধীর শিশু, সুশীলতাময়— নবম বরষে আসি হলেন পথিক, শরতের শশী বেন স্বচ্ছ ছায়াপথে । তদৰধি কত তাল ৰেলিচি ললিতে বলিতে পারি নে সই ৰাসকীর মুখে ।