পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 3 দীনবন্ধু-গ্রন্থাবলী শার । আমি তা কখন দেব না । হেম । দেবে আরো ভাল বলবে । শার। আমি সে নোট কখন দেব না, আমি তাতে বাদলার মালা গড়াবে, তা আমাকে মারোই, কাটোই, আর ফঁাসিই দাও –কেন বল দেখি, টাকাগুণে অপব্যয় করবে ? বাক্সোয় রয়েচে তোমারি অাছে, গহনা গড়াই তোমারি থাকবে—কেন নিয়ে উড়য়ে দেবে ? হেম । আমি তোমাকে দশ দিন বারণ করিচি তুমি নৎ নেড়ে আমারে উপদেশ দিও না—আমি সব সইতে পারি মেয়ে মানষের নৎনাড়া সইতে পারি নে— * শার। এবারে শ্ৰীক্ষেত্রে গিয়ে জগন্নাথেরে নৎ দিয়ে আসবে। হেম । তুমি নৎ দিয়ে এস, রথ দেখে এস, তুমি যা খুসি তাই কর, এখন দাও । শার। কি দেব ? হেম । আমার গুষ্ঠির পিণ্ডি—গরজ বোঝে না, বেলা যাচ্চে—ভায়া ভাবচেন মেগের মুখ দেখে কাত হয়ে পড়ে আচি—মাগ যে প্রাণ জ্বলয়ে দিচ্চেন তা জানতে পাচ্যেন ন। —দেবে কি না বলে ? শার। আমি অনাছিষ্টি কাজে টাকা দিই নে । হেম । অামার পার তেলো মাথার তেলে। জলে যাচ্চে— তারা সব অামারে গালাগালি দিচ্চে–আচ্ছা আমি দুঃখীদের দান করবে ব্রাহ্ম সমাজে যাব । শার। উড়নচড়ে কাজে সমাজের নাম নিতে নেই— হেম । উঃ সমাজের সবি রাজনারাণ বাবু, না ? আমার মত কত লোক অাছে। - শার। তারা সব সমাজে গিয়ে শুধরে গেছে। হেম । আমিও শুধরে যাব—আমাকে সিদ্ধেশ্বর বাৰু