পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী نيامي মদে। “বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবে হয়ে”— ললি । মহাশয় এটি গুলির অাডড নয়, ভদ্রলোকের বাড়ী । * হেম । ললিতবাবু আপনি কুলীনের ছেলেকে বাড়ীতে পেয়ে অপমান করবেন না। . চট্টোপাধ্যায় মহাশয় যেচে গিয়েছেন বই আমরা যেচে আসি নি । নদে। দাদাবাবু রাগ করেন কেন, আমরা বর, গাল দিলেও সহ্য করবো, মারলেও সহ্য করবো, আঁচুড়ালেও সহ্য করবো, কামড়ালেও সহ্য করবে।— শ্রীন । কৰ্ত্ত বরের গুণগুনে স্বয়ং শুনে নিলেই ভাল হতো । - সিদ্ধে । আপনার যদি কিছু জিজ্ঞাসা কত্তে হয় জিজ্ঞাসা করুন, বেলা যাচ্চে, বাড়ী যেতে হবে । নদে । আমরা আজ কলকাতায় থাকবো । হেম । নদেরচাদ যা হয় জিজ্ঞাসা করে ফ্যাল, দেরি করিস কেন ? নদে। ওগো লীলাবতী তুমি বিদ্যাসুন্দর পড়েচ ?— [ লজ্জাবনতমুখে লীলাবতীর প্রস্থান । সিদ্ধে । নদেরচাদ শ্রীরামপুরের মুখ হাসালে ? ললি । যেমন শিক্ষা তেমনি পরীক্ষা ; গুলির অাডডায় যে ব্যবহার শিখেছেন ভদ্রসমাজে তা পরিত্যাগ করবেন কেমন করে ? নদে । ললিত বাবু তুমি যে বড় শক্ত শক্ত বলতে আরম্ভ করলে, তুমি জান চট্টোপাধ্যায় মহাশয় আমাকে আরাধনা করে নিয়ে এসেচেন, অামার পাদপদ্মে মেয়ে সেধে দিচ্চেন ? আমি জোর করে মেয়ে বার কত্তে আসি নি। আমার যা খুপি আমি তাই জিজ্ঞাসা করবো । তোমার যখন মেয়ে হবে তুমি, গুলি খায় না, গাজা খায় না, মদ খায় না, বেড়াতে