পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ দীনবন্ধু-গ্রন্থাবলী হর। এস বাবা এস—ললিতমোহন সঙ্গে যাও । ললি । সিদ্ধেশ্বর বসে, আমি আসচি । [ নদেরচাদ, হেমচাঁদ এবং ললিতমোহনের প্রস্থান । হর । মেজো খুড়ে ছেলে দেখলেন কেমন ? আপনাকে আমি জেদ করে এখানে পাঠয়েছিলেম, যেহেতু আপনি বিজ্ঞ, আপনি ভাল মন্দ বিলক্ষণ বুঝতে পারেন। কেশব চক্ৰবৰ্ত্তীর সন্তানের মধ্যে নদেরচাদের মত কুলীন অার নাই। অতি উচ্চ বংশ । তৃতী, প্রতি । বংশ উচু, রূপ নইচে, গুণ চট্‌—বেস্তর বেস্তর বয়াটে ছেলে দেখিfচ, এমন বয়াটে ছেলে বাপের কালে দেখি নি—অাবাগের ব্যাটার সঙ্গে ঘণ্টা দুই বসে ছিলেম, বোধ হলো দুই যুগ—যমযাতন। এর চেয়ে ভাল। হাত-পাগুলিন শুকনো , কুলের ডাল, আঙ্গুলগুলিন কাকুড়া, চক্ষু ফুটি কাঠঠোক্রার বাসা, কথা কইলে দাড়কাক ডাকে, হাসলে ভালুকে শাক আলু খায় । বুদ্ধিতে উড়ে, সভ্যতায় সাওতাল, বিদ্যায় গারো, লজ্জায় কুকী, বজাতিতে বাকরগঞ্জ । মেয়েটি হামানদিস্তেয় ফেলে থেতো করে ফেলুন, এমন নরাকার নেকড়ের হাতে দেবেন না । - প্র, প্রতি । মেজো খুড়ে মেলের ঘরট বিবেচনা কল্যেন না ? হর । মেজে খুড়ে শিং ভেঙ্গে পালে মিশেচেন—ভূপাল বন্দ্যোপাধ্যায়ের পৌত্রে কন্যাদান সকলের ভাগ্যে হয় না । ছেলেটি অশিষ্ট কেমন করে বলি। আমার সঙ্গে কেমন কথাবাৰ্ত্ত। কইলে, কিরূপে বিদ্যার পরীক্ষা করেচে তা বল্যে, আবার যাবার সময় পায়ের ধূলা লয়ে গেল। বিদ্যা না থাকলে বিদ্যার পরীক্ষা লতে পারে না । ঐীন । বিদ্যার পরীক্ষা “আইমী হরিণের শিং ”