পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ఫిలి ক্রীনাথের প্রবেশ । শ্রীন । কি রে কি রে মারামারি কচ্চিস কেন ? [ রঘুয়ার বেগে প্রস্থান । যজ্ঞে । মহাশয় আমি মন্দ লোক নই, ঐ বাট উড়ে ম্যাড়া খামক আমার দাড়িগুনে টেনে ছিড়ে দিলে । শ্রীন । রক্তকিঙ্কিনী করে দিয়েছে যে । যজ্ঞে । মহাশয় আমার নিষ্পাপ শরীর, আমি চট্টোপাধ্যায় মহাশয়কে তার পুত্রের সন্ধান বলতে এসিচি । শ্রীন । কি সন্ধান ? যজ্ঞে । তার পুত্র জীবিত আছেন, আগামী পূর্ণিমার দিন বাড়ীতে আসবেন, আমি আর কোন সন্ধান বলতে পারবে না, কিন্তু আমার কথায় নির্ভর করে পূৰ্ণিমা পৰ্য্যন্ত পুষিপুত্র লওয়া রহিত কত্তে হবে । শ্রীন । আপনি আমার সঙ্গে আমুন । { উভয়ের প্রস্থাল । চতুর্থ গর্ভাঙ্ক কাশীপুর —লীলাবতীর পড়িবার ঘর। ললিতমোহনের প্রবেশ । ললি । আমার মন এত ব্যাকুল হলো কেন ? বোধ হচ্চে পৃথিবীতে প্রলয় উপস্থিত, অচিরাং জগৎ সংসার লয় প্রাপ্ত হবে—আমার সকলি তিক্ত অনুভব হচ্চে, আমি যেন তিক্তসাগরে নিমগ্ন হচ্চি, কিছুই ভাল লাগে না ; অধ্যয়ন কত্তে এত ভাল বাসি, অধ্যয়নে নিযুক্ত হলে আমার মন আনন্দে পরিপূর্ণ হয়, ক্ষুধা পিপাসা থাকে না, এমন বিজনবান্ধব অধ্যয়ন এখন আমার বিষ অপেক্ষাও বিকট বোধ হচ্চে—উত্তমতায় পরিপূর্ণ