পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ দীনবন্ধু-গ্রন্থাবলী যোগ । তুমি মুখে থাক এই আমার বাসনা—আমি কিছুমাত্র প্রার্থনা করি না। ভোলা । আমি এখানে ঘোষণা করে দিইচি অহল্য। বঙ্গদেশের একজন রাঢ়িশ্রেণী ব্রাহ্মণের কন্যা এবং সকলে সে কথা বিশ্বাস করেছে কিন্তু কত অর্থব্যয় হয়েছে তার সংখ্যা নাই । যোগ । আমি একবার অহল্যার সহিত সাক্ষাৎ অভিলাষ করি । ভোলা । আপনার কন্যার সহিত আপনি সাক্ষাৎ করবেন, তাতে আপত্তি কি—আপনি বসুন আমি এইখানেই অহল্যাকে আসতে বলচি– ভোলানাথের প্রস্থান । যোগ । আমি অহল্যার ভাবনা ভাবচি নে, ভোলানাথ বাবু অহল্যাকে সহধৰ্ম্মিণী করেছেন অহল্য পরম সুখে আছে— এখন পোষ্য পুত্র লওয়া ত কোন মতেই রহিত হয় না—ললিত ফিরে এলে ললিত লীলাবতীতে বিবাহ হবে ; কিন্তু অার একটি বালক যে পোষ্য পুত্র লবার জন্য স্থির করেছেন, তা রহিত করণের উপায় কি ? যজ্ঞেশ্বরকে আর বিশ্বাস হয় না । ভোলানাথ এবং অহল্যার প্রবেশ । ভোলা । আপনারা এই ঘরে থাকুন আমি বারেণ্ডায় বসি গে, কয়েক জন বন্ধুর আসবের কথা আছে । { ভোলানাথের প্রস্থান । আহ । বাবা, এত দিনের পর তামায় মনে পড়েচে, আমি ভাবলুম আপনি আমায় একেবারে ভুলে গিয়েছেন—আমার ম। বাপের সঙ্গে সাক্ষাৎ করয়ে দেবেন বলেছিলেন ত৷ দিলেন না ?