পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る。8 দীনবন্ধু-গ্রন্থাবলী শ্রীন । নদেরচাদের মত আর একটি ছেলে প্রথম বার শ্বশুরবাড়ী থেকে এসে ফিক ফিক্‌ করে হেঁসে তার বাপকে ঠাট্টা করেছিল, তার বাপ তাতে রাগ কল্যে, সে বল্যে “বাবা তোমার সঙ্গে আমার সম্পর্ক ফিরেছে, তোমার নাম আর আমার শালার নাম এক”— ভোলা । যথার্থ কথা বলতে কি শ্ৰীনাথ বাবু, বড় হুঃখ হয়, এত টাকা খরচ কল্যেম, ছোড়াদের বুদ্ধিও হলো না বিদ্যাও হলে না—দেখ দেখি ভাই মামী মায়ের মত, তাকে ঠাট্ট। কল্যে— নদে । মামী যদি আমার মা হলো তবে আপনি বিয়ে কল্যেন কেমন করে ? চতু, ই । বা নদেরচাদ, বেশ উত্তর দিয়েচ—মদ না খেলে কথা বেরোয় না, মদে বুদ্ধির প্রখরতা জন্মে । ভোলা। মদ্যমবিরতং পিবতি যদি মানব: মতিস্তস্ত বৃহস্পতেরিব তীক্ষা ভবতি । যদি মনুষ্য অবিরত মদ্য পান করে, তার বুদ্ধি বৃহস্পতির তুল্য তীক্ষ্ণ হয় । শ্ৰীন । ভোলানাথ বাবু সংস্কৃতটা একচেটে করে নিয়েচেন । ভোলা । বাবা, লেখাপড়া শিখতে গেলে পয়সা খরচ কত্তে হয়—দিনের বেলা কালেজে ইংরাজি পড়তেম রাত্রে তর্কচূড়ামণির কাছে সংস্কৃত পড়তেম। নদে । আমরাও চূড়ামণির কাছে পড়িচি । গ্রীন। চূড়ামণি যারে ছুয়েচেন তার আখের খেয়ে দিয়েচেন । ভোলা । পণ্ডিতস্পর্শে পাণ্ডিত্যমুপজায়তে—পণ্ডিতকে স্পশ কল্যে পাণ্ডিত্য জন্মায় । প্র, ই । মদ ছুলে মহৎ হয় । ( সকলের মদ্যপান )