পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ゞ82 কিছুই হয় নি, এই লিপিখানি পড়, সব জানতে পারবি— লিপিখানি বাবার একটি ভাঙ্গা বাকসয় পেয়েচি । ( লিপিদান ) শার। কারে লিখেছিলেন ? কারে ত নাম নাই, কেবল দাদার স্বাক্ষর দেখ চি । লীলা । দাদা অজ্ঞাত বাস যাবার আগে লিখেছিলেন তা তারিখে দেখা যাচে । শার । ( লিপি পাঠ ) কপালের লিখন কে খণ্ডাইতে পারে। অকৃত অপরাধে আমি তুর্নামের ভাগী হইলাম । চাপাকে আমি এক দিনের তরেও অপবিত্র চক্ষে দেখি নাই । পুরবাসিনী কামিনীগণ কানা-কানি করিতেছেন আমি চাপাকে আলিঙ্গন করিয়াছি, কিন্তু কি প্রকারে চাপা মৎকর্তৃক আলিঙ্গিত হইল তাহ। যদি তাহারা বিশ্বাস করিতেন তাহ। হইলে কখনই আমাকে পাপী গণ্য করিতেন না । অামার শয়ন পর্য্যঙ্কের নিকটে দাড়াইয়ে চাপা শয্যার উপর বদন স্যস্ত করিয়া কি ভাবিতেছিল, আমি সহসা ঘরমধ্যে প্রবেশ করিয়া আমার স্ত্রীভ্রমে চাপাকে আলিঙ্গন করিলাম, চাপ তৎক্ষণাৎ বিগলিত লোচনে এবং কাতরস্বরে বলিল, “বাবু, আমি আপনার ভগিনী, আমার পিতাও যে আপনার পিতাও সে ।” অামি তদণ্ডে চাপাকে পরিত্যাগ করিয়া কহিলাম আমার প্রম হইয়াছিল। কিন্তু মুহূৰ্ত্তের পরে সরলান্তঃকরণ-বিদারক, অনিষ্টনিপুণ, কল্পনা বিশারদ অপবাদ সহস্র মুখ ব্যাদান করিয়া প্রকাশ করিল আমি চাপার সতীত্ব বিনাশ করিয়াছি !, মেয়েদের বিচারে চাপাকে এক দণ্ডও অার বাড়ীতে রাখ। কৰ্ত্তব্য নয়, পিতাও সেই মত করিতেছেন । আমি কি করি কিছুই স্থির করিতে পারি না । চাপার কিছুমাত্র দোষ নাই, আমার দৃষ্টির ভ্রমে নিরাশ্রয়া অবলা বহিস্কৃত হয় । অপবাদের এক মুখ হইলে নিবারণ করা হুঃসাধ্য নহে, কিন্তু তাহার সহস্র মুখ, নির্দোষী হইলেও তাহার মুখে দোৰী হইতে হয়। 33