পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 দীনবন্ধু-গ্রন্থাবলী শার । তুই যেন পাগল—তোর হাসি কান্না বোঝা যায় না । লীলা । ( যাত্রার ধরণে ) সই, তোমায় অতিশয় উৎকণ্ঠিত৷ দেখিতেছি, বিরহ বহ্নি তোমার নিতান্ত অসহ্য হয়ে উঠেছে, তুমি সহচরীর বাক্য গ্রহণ কর, ধৈর্য্য অবলম্বন কর, মনকে প্রবোধ দাও, তোমার ইন্দীবর বিনিন্দিত বিপুল, উজ্জ্বল, চঞ্চল লোচনের যদি অনিবাৰ্য্য আকর্ষণ থাকে, তোমার কারপেট জুতা জোড়াটির যদি মহিমা থাকে, তোমার কুঞ্জে তোমার মদনমোহন, ত্বরায় এসে, হেসে হেসে, ঘেঁসে ঘেঁসে, কাছে বসে, কি করবেন তা তুমিই জান— শার। আমি ত ভাই, অধীর হয় নি, যে তুমি দূতীগিরি কচ্চে, যার মনে প্রবোধ মানচে না তারি কাছে দূতীগিরি করা উচিত । লীলা । ( যাত্রার ধরণে শারদার দাড়ি ধরিয়া ) মানময়ি, আদরিণি, পঙ্কজনয়নি, বিরহিণি, ভাতার ভুলানি, এত মান ভাল নয় । শার। সই তুই রঙ্গ রাখ, তোর সেই বিরহিণীর গানটা গা । লীলা । ( গীত, রাগিণী ভৈরবী, তাল আড়াঠেক। ) কামিনী কোমল মনে বিরহ কি যাতনা ! অনাথিনী জানে সখি অনাথিনী বেদন ; যেন ফণী মণিহারা, নয়নে সলিল ধারা, দীনা, হীনা, ক্ষীণাকার, অবিরত ভাবনা । সই গানটান শুনলে এখন বক্সিস্ টক্‌সিস দাও আডডায় যাই । শার। ই সই চাপার সঙ্গে দাদার কি হয়েছিল শুনতে পেলি ? লীলা । ভাল কথা মনে করিচিস, আমি তোকে যা দেখাতে এলেম তা ভুলে গেছি, তোর মুখ দেখলে কোন কথা মনে থাকে না—সই বড় নিগূঢ় কথা। চাপার সঙ্গে দাদার