পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৬ नैौमबकू-अशांबलौ পুরজনদিগের মনে বিশ্বাস হইয়াছে আমি পাপাত্মা, নিৰ্ম্মল কুলের কুলাঙ্গার ; পিতা মনের কোন ভাব ব্যক্ত করেন নাই । এ নিদারুণ কলঙ্কে কলঙ্কিত হওয়া অপেক্ষ মৃত্যু ভাল । বিশেষ যখন জানিতেছি কাশীধামে পিতার মহাতাপমুখী নামে যে রক্ষিত মহিলা থাকে চাপ। তাহারি গর্ভজাত কস্তা, সুতরাং আমার ভগিনী, তখন অজানত আলিঙ্গনেও আমার সম্পূর্ণ পাপ হইয়াছে । আমার প্রায়শ্চিত্ত কৰ্ত্তব্য । শ্রীঅরবিন্দ চট্টোপাধ্যায় । বউ কেমন চাপ মেয়ে মানুষ দেখলি, আমাদের এক দিনও এ কথা বলে নি । ダ লীলা । দে ভাই লিপিখানি দে, লুকায়ে রাখতে হবে, দাদ। যদি জানতে পারেন, বলবেন ছুড়ীগুনে বড় বেহায়া— ললিতকে দেখাব—বিয়ে হলে । ( লিপি গ্রহণ ) শার । যাস না কি ? লীলা । তোর ভাতার আসচে । শার । আমার স্বমুখে তোকে আলিঙ্গন করবে না । লীলা । জানি কি ভাই, শ্রীরামপুরে মাগ, ভাতারের ঘটুকী । শার । দূর মড়। লীলা । মাইরি সই । [ লীলাবতীর প্রস্থান । শার। সয়ের মত মিষ্টি কথা আমি কখন শুনি নি—যেমন বিদ্যাবতী, তেমনি রসিক, তেমনি আমুদে, এখন ললিতের সঙ্গে সয়ের বিয়েটি ঘটুলে সকল মঙ্গল হয় । সই আমাকে বড় ভাল বাসে, অন্য লোকের কাছে সয়ের মুখ দিয়ে কথা বার হয় ন, আমার কাছে সয়ের মুখে খোই ফুটুতে থাকে—