পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qや দীনবন্ধু-গ্রন্থাবলী অর। বাবাজি, আমার অপরাধ মার্জন করুন । ভোলা । পিতা, আমি আপনাকে কুবচন বলে অতিশয় পাপ করিছি, সস্তানের দোষ গ্রহণ করবেন না । আমাকে যেমন যেমন অনুমতি করেছিলেন আমি সেইরূপ করিছি। হর । কি আশ্চৰ্য্য ! তোমরা উভয়েই যে নিমেষ মধ্যে এমন বিপরীত ভাব অবলম্বন করলে ? অর। মহাশয়, ইনি পরম ধাৰ্ম্মিক যোগী, উনি সিদ্ধ পুরুষ, ওঁয়ার তুল্য পরোপকারী, মিষ্টভাষী অামি কখন দেখি নাই— খগুগিরি ধামে আমি যখন সন্ন্যাসিরূপে কালষাপন করি, আমার সাংঘাতিক পীড়া জন্মে, তাতে আমি ছয় মাস শয্যাগত থাকি, আমার উত্থানশক্তি রহিত, এই মহাপুরুষ আমার প্রাণদান দিয়াছিলেন, উনি ছয় মাস আমাকে জনক জননীর হ্যায় ক্রোড়ে করে রেখেছিলেন। এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্চে, উনি কেবল আমার মঙ্গলের জন্য আমার রূপ ধারণ করে আপনাকে দেখা দিয়েছেন । যোগ । আমি যদি সন্ধ্যার সময় না আসতেম, তার পর দিন প্রাতঃকালে দ্বাদশ দণ্ডের মধ্যে পোষ্য পুত্র গ্রহণ হতো। শ্ৰীন । তোমার পরিচয় ওঁর কাছে দিয়েছিলে ? অর। কিছুমাত্র ন—তবে অজ্ঞান অবস্থায় প্রলাপ বাক্যে যদি কিছু জেনে থাকেন, কারণ আমি ফু দিন অজ্ঞান অবস্থায় একাদিক্ৰমে ওঁর ক্রোড়ে শুয়েছিলেম। হর । তোমার বেয়ারাম আরাম হলে অার ওঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ? অর। আমার পীড়া আরোগ্য হওয়ার অব্যবহিত কাল পরেই কটকের কমিসনার সাহেবের অমুমতি অনুসারে খগুগিরি নিবাসী যাবতীয় সন্ন্যাসী বহিস্কৃত হয়, আমি সেই সময় কাশী গমন করি, উনি কোথায় গিয়েছিলেন তা আমি বলতে পারি নে ।