পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী Y & যোগ । অার একদিন সাক্ষাৎ হয়েছিল । অর। কোথায় ? যোগ । নাগপুরে । আর । অামার স্মরণ হয় না । যোগ । নাগপুরনিবাসী ধনশালী ভিটল রাওয়ের চতুর বনিত রুক্মাবাই তোমার রূপে মোহিত হয়ে তোমার যোগ ধৰ্ম্মের ব্যাঘাত করতে উদ্যত হয়, তুমি সেই কুলট কামধুরার নিমন্ত্রণ অনুসারে এক দিন তার বিলাসকাননে অবস্থান করিতেছিলে, আমি তোমাকে বলিলাম অভিসন্ধি ভাল নয়, তুমি এ কুহকিনীর হস্তে পতিত হলে আর বাড়ী ফিরে যেতে পারবে না, তোমার পিতা মাতা বনিত তোমার শোকে আকুলিত হয়ে প্রাণ পরিত্যাগ করবেন, তোমার তীর্থ পৰ্য্যটন বিফল হবে আর তুমি অবিলম্বে প্রতারিত পতির হস্তে প্রাণ হারাবে । অর । তিনি বঙ্গদেশের ভাষা কিরূপ তাই শুনতে চেয়েছিলেন—তখন আপনার পাকা দাড়ি ছিল না, মাথায় জটাভারও ছিল না । যোগ । এ বেশ অামি প্রয়োজন অনুসারে ধারণ করি, ( শ্বেতশ্মশ্র এবং জটাভার পরিত্যাগ করিয়া ) তখন আমার এই রূপ বেশ ছিল । অর। এখন আমার বিলক্ষণ স্মরণ হচ্চে—সেখানেও আপনি আমার প্রাণদাতা আর অধিক বলবো কি । যোগ । তোমাকে প্রথমে পুরুষোত্তমে দর্শন করি, তোমার নবীন বয়স এবং মনোহর রূপ দেখে আমার মনে স্নেহের সঞ্চার হয় ; তোমার পরিচয় পাইবার জন্য আমি কত কৌশল করেছিলেম কিন্তু তুমি কোন মতে পরিচয় দিলে না, বরঞ্চ বলিলে, তুমি কে, যদি কেহ কিছুমাত্র জানতে পারে সেই দিন হতে তোমার সন্ন্যাসাশ্রম নুতন গণ্য হবে। আমি অগত্য