পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দীনবন্ধু-গ্ৰস্থাবলী রাই। মাঠাকুরুণ পুট্ঠাকুরকে ডেকে আনতি বল্লে—পদী গুডি বল্পে তলপের প্যায়দা কাল আসবে। রাইচরণের প্রস্থান নবীন । হা বিধাতঃ এ বংশে কখন যা না হইয়াছিল তাই ঘটিল—পিতা আমার অতি নিরীহ, অতি সরল, অতি অকপটচিত্ত, বিবাদ বিসস্বাদ কারে বলে জানেন না, কখন গ্রামের বাহির হন না, ফৌজদারির নামে কম্পিত হন, লিপি পাট করে চক্ষের জল ফেলিয়াছেন, ইন্দ্রাবাদে যাইতে হইলে ক্ষিপ্ত হইবেন, কয়েদ হলে জলে ঝাপ দিবেন, হা ! আমি জীবিত থাকিতে পিতার এই দুৰ্গতি হবে । মাতা আমার পিতার স্তায় ভীতা নন, র্তাহার সাহস আছে, তিনি একেবারে হুতাশ হন না, তিনি একাগ্রচিত্তে ভগবতীকে ডাকিতেছেন । কুরঙ্গনয়ন আমার দাবাগ্নির কুরঙ্গিণী হয়েছেন, ভয়ে ভাবনায় পাগলিনীপ্রায়, নীল কুটির গুদামে তার পিতার পঞ্চস্থ হয়, র্তার সতত চিন্তা, পাছে পতির সেই গতি ঘটে। আমি কত দিকে সাম্বন করিব, সপরিবারে পলায়ন করা কি বিধি, ন, পরোপকার পরম ধৰ্ম্ম, সহসা পরাভূমুখ হব না,—শামনগরের কোন উপকার করিতে পারিলাম না, চেষ্টার অসাধ্য ক্রিয় কি, দেখি কি করিতে পারি— দুই জন অধ্যাপকের প্রবেশ প্রথম । ওহে বাপু, গোলোকচন্দ্র বসুর ভবন এই পল্লীতে বটে—পিতৃব্যের প্রমুখাৎ শ্রুত আছি বস্তুজ বড় সাধু ব্যক্তি, কায়স্থকুলতিলক । নবীন । ( প্ৰণিপাত করিয়া) ঠাকুর, আমি তাহার জ্যেষ্ঠ পুত্র ।