পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

JSల দীনবন্ধু-গ্রন্থাবলী অতিরিক্ত আছে—এখানে সকলেই আমার আপনার জন, কেউ কোন কথা প্রকাশ কর না । যোগ । আপনার বাড়ীতে আপনার তারা এসেছেন, ভোলানাথ বাবু সমভিব্যাহারে লয়ে এসেছেন । ভোলানাথ বাবু আপনি বাড়ীর ভিতরে যান, আপনার ধৰ্ম্মপত্নীকে প্রেরণ করুন । [ ভোলানাথের প্রস্থান । অর। ভোলানাথ বাবু যার জন্তে কাশীতে বিপদে পড়েন সে অামার--- যোগ। অরবিন্দ বাবু আপনি ললিতমোহনকে স্থপাত্র বিবেচনা করেন কি না ? অহল্যার প্রবেশ । অহল্যা, তুমি অতি ভাগ্যবতী, তোমার কাছে আমি স্বীকৃত ছিলেম তোমার পিতার সহিত সাক্ষাৎ করয়ে দেব—হরবিলাস চট্টোপাধ্যায় মহাশয় তোমার পিতা, অরবিন্দ বাবু তোমার ভ্রাতা, তোমার নাম তারা । হর । জগদীশ্বর ! তুমি মঙ্গলময়—আমরা তোমার হস্তে বালিকাদের খেলিবার পুতুল । আহ ! আহা ! এমন সময় আমার ব্রাহ্মণী কোথায় । ব্রাহ্মণি একবার একদিনের জন্যে ফিরে এস, আনন্দউৎসব দেখে যাও, তোমার অরবিন্দ বাড়ী এসেছে, তোমার হারা তারা পাওয়া গিয়েছে, তারার শোকে ব্রাহ্মণী অামার প্রাণত্যাগ করেন—হ। ব্রাহ্মণি । হা ব্রাহ্মণি— ( রোদন ) যোগ । পিতা আপনি কাদেন কেন ? দেখুন তারা অবাক হয়ে রোদন কচ্চে-পিতা তারা আপনাকে প্রণাম কচ্চে— ( হরবিলাসের চরণে তারার প্রণাম । ) হর । আমার তার শিশুকালেও যেমনটি ছিলেন এখনও